Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাঞ্ছারামপুরেও এসএসসি পরীক্ষা হলো ২০১৮ সালের প্রশ্নপত্রে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৬ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৬ PM

bdmorning Image Preview
প্রতীকী


হ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এবারের বাংলা প্রথম পত্রের পরিবর্তে ২০১৮ সালের পুরাতন প্রশ্নপত্রে ১১৩ জন পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২ ফেব্রুয়ারি) পরীক্ষার প্রথম দিনে বাঞ্ছারামপুর এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিষয়টি জানান পর পরীক্ষার্থীরা ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। এখানে এসে কেঁদেছেন ওইসব পরীক্ষার্থীরা।

এ ঘটনায় বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

অন্যদিকে সাতক্ষীরার কালিগঞ্জে একটি কেন্দ্রে ২০১৮ সালের প্রশ্নপত্রে ৪৮ জন শিক্ষার্থীর বাংলা প্রথম পত্রের এসএসসি পরীক্ষা নেয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীন নারায়ণগঞ্জের সোনারগাঁয়েও একই অভিযোগ পাওয়া গেছে।

এ ছাড়া টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে একই ঘটনা ঘটেছে। ঘটনার ২০ মিনিট পর নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হয়েছে।

Bootstrap Image Preview