Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তালায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২১ পরীক্ষার্থী

এসএম বাচ্চু, তালা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৪ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৪ PM

bdmorning Image Preview


সারাদেশের মত শনিবার (২ ফেব্রুয়ারি) থেকে সাতক্ষীরার তালায় শুরু হয়েছে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। উপজেলায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকৃত মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৬শ ১৮ জন, যার মধ্যে অনুপস্থিত ২১ পরীক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৭টি পরীক্ষাকেন্দ্রের মধ্যে তালা বিদে সরকারি উচ্চ বিদ্যালয়ে ১৪৯৯ জন, কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৬৭৬জন, আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৩৩ জন, খলিশখালী মাগুরা এস,সি কলেজিয়েট স্কুলে ৭৬২ জন, দাখিল পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসায় ৪১৯জন ও তালা ফাযিল মাদ্রাসায় ৪৫৩জন পরীক্ষার্থী ও ভোকেশনাল কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৭৬ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছেন । পরীক্ষায় অংশগ্রহণকৃত শিক্ষার্থীর মধ্যে ২৩১৮ জন ছাত্র ও ২৩০০ জন ছাত্রী । আর গত বছরের পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৪ হাজার ৬১ জন শিক্ষার্থী ।

তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান জানান, তালায় এসএসসি পরীক্ষা নকলমুক্ত, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে । পরীক্ষা কেন্দ্রের ২’শ গজের মধ্যে জনসাধারণ প্রবেশে নিষেধধাজ্ঞা জারি ছিলো । তবে আজকের পরীক্ষায় মোট শিক্ষার্থীর মধ্যে দাখিল থেকে ১৬ জন শিক্ষার্থী ও এসএসসি’র ৬ জনসহ মোট ২১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ।

উপজেলা নির্বাহী অফিসার সাজীয়া আফরিন বলেন, কোন ধরনের অনিয়ম বা বহিষ্কারের ঘটনা ছাড়াই প্রথম দিন পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এছাড়াও পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার সকল ফটোষ্ট্যাট মেশিন ও কোচিং সেন্টার এক মাস বন্ধ থাকবে বলে তিনি উল্লেখ করেন।


 

Bootstrap Image Preview