Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উখিয়ায় ৩২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২১ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০৮ PM

bdmorning Image Preview


কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩২ হাজার মিটার কারেন্ট জাল ও ২৫'শ মিটার চট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে রেজু খাল সংলগ্ন উপকূলীয় এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় স্থানীয় থানা পুলিশ, কোস্ট গার্ড, ইনানী রেঞ্জ ও বিজিবি'র যৌথ অভিযানে মজুদকৃত স্থান হতে ৪টি জাল প্রায় ৩২,০০০ মিটার কারেন্ট জাল ও সমুদ্র উপকূলের বিভিন্ন স্থান হতে প্রায় ২,৫০০ মিটার চট জালসহ ৮টি মশারি জাল উদ্ধার করা হয়।

উখিয়ার সহকারি কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম বলেন, উপকূল হতে অবৈধ জালসমূহ নির্মূল করার পাশাপাশি এর কুফল জানিয়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা এবং মৎস্য সম্পদের টেকসই বৃদ্ধির মাধ্যমে পুষ্টি চাহিদা নিশ্চিত করার লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। 

 

 

Bootstrap Image Preview