Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিরপুরের উইকেটে 'ভূত'!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২৮ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২৮ PM

bdmorning Image Preview


তার রূপ বুঝা দায়। কখন যে কোন ধরণের আচারণ করবে সেটি কেউ নিশ্চিত ভাবে বলতে পারেন না। কখনো নিচু আবার কখনো মাত্রধিক সুইং। বড়ই রহস্যময় এই এই মিরপুরের উইকেট নিয়ে যেন আলোচনা -সমালোচনার শেষ নেই।

সিলেট ও চট্টগ্রামের উইকেটে  যেখানে রানের বন্যা বয়ে যায় সেখানে মিরপুরের উইকেটে থাকে খরা। উইকেটের এমন আচরণে ব্যাটসম্যানদের নাজেহাল অবস্থা। ১৮ বছরের ক্যারিয়ার জীবনে আজও মিরপুরের উইকেট ঠিক ভাবে বুঝে উঠতে পারলেন না টাইগার দলের ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। শুধু ম্যাশ নিজে নয়, স্বয়ং উইকেট  কিউরেটর গামিনী সিলভাও নাকি আজও বুঝে উঠতে পারেননি।

তাহলে সমস্যা কি? কি আছে মিরপুরের এই উইকেটে? 

এমন প্রশ্ন বরাবরের মত জানতে চাওয়া হয় মাশরাফির কাছে। জবাবে তিনি বলেন, ব্যাটসম্যানদের জন্য আসলেই কঠিন, এটা নিশ্চিত।  বোলারদের উন্নতি হয় না।  যদি একটা বোলার ৪/৫ উইকেট পেয়ে যদি বলে ভালো করছি...আল্টিমেটলি কেমন প্রেসারে বল করে সেটাতো দেখার বিষয়।  প্রেসারে বোলারদের খেলতে হবে। বোলারদের উন্নতি হবে চট্টগ্রামে, আপনি কি করছেন, তখন ক্লিয়ার ছবিটা আসতে থাকবে। এই মোমেন্টে  ইয়র্কার দরকার, এই মোমেন্টে স্লোয়ার দরকার এই উইকেটে যেটা গ্রিপ হয়…..। ইয়র্কারে হয়তো উইকেটের ব্যাপার থাকে না, স্লোয়ারে গ্রিপের ব্যাপার আছে। এখান থেকে শেখার ব্যাপারটা থাকে। কিন্তু এই উইকেট শেখা লাগছে না। একটা জায়গাতেই বল করলে সফল হওয়া যাচ্ছে। আবার  ব্যাটসম্যানরা মাথা খাটিয়ে শটতো দূরে থাক সাধারণ শট খেলাও কঠিন হয়ে যাচ্ছে। এইসব ক্ষেত্রে উইকেট অনেক কিছু মেটার করে। সিলেট ও চট্টগ্রামে যে উেইকেটে ব্যাটি-বোলিং করেছি এই ধরনের উইকেটে শেখার অনেক সুযোগ থাকে। কিন্তু মিরপুরের উইকেটের দোষ দিয়ে লাভ নেই। কিউরেটরের দোষ দিয়ে লাভ নেই। আমাদের এই উইকেট সব সময়েই আনপ্রেডিকটেবল ছিল। হয়তোবা কিছু আছে উইকেটে, সবার কাছেই আনপ্রেডিকটেবল। গামিনি অনেক চেষ্টা করে, আন্তর্জাতিক শ্যাচও খেলেছি। উেইকেটে ১০-১৫ ওভার পরই আচরণ পরিবরতন হয়। হুট করে বল লো হয়। ভেরি আনপ্রেডিকটেবল, কমেন্ট করা কঠিন আসলে।

শুধু মাশরাফি একানন, উইকেট নিয়ে সবাই একই কথা বলে। উইকেটের এই আচরণ পাল্টানোর অনেক চেষ্টাই করা হয় কিন্তু বিফলে যায় সব। এই উইকেট কোন ভাবেই চাই না ব্যাটসম্যানরা রান করুক। রানের খরা এই উইকেটের রহস্য বের করা যেন খুবই কঠিন।  

Bootstrap Image Preview