Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হেরোইনসহ টাঙ্গাইলে নারী ইউপি সদস্য আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১৫ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


হেরোইনসহ বাছিরন নেছা (৪০) নামে এক নারী ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোরে টাঙ্গাইল উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার(২ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতারকৃত বাছিরন নেছা ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য বাছিরনকে গ্রেফতার করা হয়। তিনি একাধিক মাদক মামলার আসামি বলেও জানা যায়। এ ঘটনায় সখীপুর থানার এসআই ওমর ফারুক বাদী হয়ে ওই ইউপি সদস্যের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন বলে সংবাদ মিলেছে।

গত শুক্রবার বিকেলে ওই ইউপি সদস্যের কাছ থেকে মাদকক্রেতা শিপন (৪২) নামের এক যুবককেও আটক করে পুলিশ। সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, ওই নারী ইউপি সদস্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত । তার কাছ থেকে হেরোইনসহ বিভিন্ন মাদক বিক্রির আড়াই হাজার টাকাও উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে আজ সকালে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। তার স্বামী সানোয়ার হোসেনও মাদক মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন বলেও জানা যায়।

Bootstrap Image Preview