Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ট্রাম্পের সেনা প্রত্যাহার পরিকল্পনা সিনেটে ধাক্কা

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১২ AM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১২ AM

bdmorning Image Preview
সংগৃহীত


সিরিয়া ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে একটি সংশোধনীতে মার্কিন সিনেটে ভোটাভুটি হয়েছে। সেনা প্রত্যাহারের বিপক্ষে ভোট পড়ে ৬৪টি আর প্রত্যাহারের পক্ষে ভোট পড়ে ২৩টি। আফগানিস্তান ও সিরিয়া থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের সেনা প্রত্যাহারের পরিকল্পনাকে বিরোধিতা করে আনা সংশোধনীকে এগিয়ে নিতে সিনেটে ভোটের আয়োজন করা হয়।

বৃহস্পতিবারের এই ভোটে পরিষ্কার হয়েছে যে সিনিয়র রিপাবলিকান নেতারা সেনা প্রত্যাহার নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে একমত নন।

সীমান্তে দেয়াল নির্মাণে তহবিল চেয়ে প্রত্যাখ্যাত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো সে ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। এরই মধ্যে আরেকটি ধাক্কা এলো সিনেট থেকে। এবারও নিজ দল রিপাবলিকান পার্টি আর বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি এক জোট তার বিরুদ্ধে।

সিরিয়া এবং আফগানিস্তান থেকে ট্রাম্পের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ঠেকিয়ে দিতে সিনেটে বিল আনার বিষয়ে ভোটাভুটি হয়েছে। বৃহস্পতিবার ৬৮-২৩ ভোটে রেজ্যুলেশনটি পাস হয়।

রেজ্যুলেশনে হোয়াইট হাউসকে জানানো হয়, সিরিয়া থেকে মার্কিন বিশেষ বাহিনীর সদস্যদের প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের আগে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টি খতিয়ে দেখতে চান জ্যেষ্ঠ রিপাবলিকান নেতৃবৃন্দ।

Bootstrap Image Preview