Bootstrap Image Preview
ঢাকা, ২২ বুধবার, মে ২০২৪ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইবির আইন বিভাগে তালা দিল সান্ধ্যকালীন শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫২ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫২ PM

bdmorning Image Preview


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগে তালা ঝুলিয়েছে সান্ধ্যকালীন কোর্সের (এলএলবি এবং এলএলএম) শিক্ষার্থীরা।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

সান্ধ্যকালীন কোর্স থেকে প্রাপ্ত সনদের মাধ্যমে বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নিতে না পারার অভিযোগে তালা ঝুলিয়েছে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।

জানা যায়, আজ শুক্রবার সকাল ১০টা এবং দুপুর সোয়া ২টায় সান্ধ্যকালীন এলএলবি এবং এলএলএম শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ না নিয়ে আন্দোলন শুরু করে। এ সময় তারা বিভাগের সামনে প্রায় ৩ ঘণ্টাব্যাপী অবস্থান নেয়। বিভাগীয় সভাপতির কক্ষের সামনে অবস্থানকালে এক পর্যায়ে তারা পরীক্ষাকক্ষের গেটে তালা ঝুলিয়ে দেয়। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান ও হৈ-হুল্লোড় করতে দেখা যায়।

এর আগে সকালেই শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বিভাগীয় সভাপতি সাথে সাক্ষাৎ করলেও তারা সভাপতির কথায় আশ্বস্ত হয়নি। পরে দ্বিতীয় দফায় সভাপতিসহ অন্যান্য শিক্ষকগণ তাদের সাথে কথা বললে পরীক্ষা দিতে রাজি হয় শিক্ষার্থীরা।

আন্দোলকারীরা জানায়, ক্লাস-পরীক্ষা ঠিকমতো হলেও এখান থেকে প্রাপ্ত ডিগ্রী দিয়ে আমরা এডভোকেটশীপ পরীক্ষায় অংশ নিতে পারছি না। আমরা যেন বার কাউন্সিলে পরীক্ষা দিতে পারি সেই বিষয়টি নিশ্চিত করতেই আমাদের আন্দোলন।

এ বিষয়ে বিভাগীয় সভাপতি প্রফেসর ড. জহুরুল ইসলাম বলেন, বার কাউন্সিল আমাদের কাছে যে বিষয়গুলো জানতে চেয়েছিল আমরা তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তাদের কাছে প্রেরণ করেছি। আশা করছি দ্রুতই সমস্যার সমাধান হবে।

পরীক্ষার বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সকালের পরীক্ষাগুলো পিছিয়ে গিয়েছিল তবে বিকেলে একযোগে সকল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Bootstrap Image Preview