Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকাকে হারিয়ে রাজশাহীর মুখে হাসি ফুটালো কুমিল্লা 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪৮ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪৮ PM

bdmorning Image Preview


চলতি বিপিএলে প্লে-অফ পর্বে টিকে থাকার লড়াইয়ে কুমিল্লা ভেক্টোরিয়ান্সের  ১ রানে হেরে প্লে-অফ পর্বের খেলা এখনো নিশ্চিত করতে পারলো না সাকিবরা। তবে ঢাকার এই হারে স্বস্তি পেয়েছে রাজশাহী। 

প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১২৭ রান করে কুমিল্লা ভেক্টোরিয়ান্স।

স্বল্প রানের জয়ের লক্ষে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি হজরতউল্লাহ জাজাইয়ের পরিবর্তে মাঠে নামা লংকান খেলোয়াড় উপুল থারাঙ্গা। শূন্য রানে এই বা-হাতি ব্যাটসম্যান বিদায় নিলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা। এরপর মিজানুর, সাকিব ও রনি তালিকদারের ব্যর্থ ব্যাটিংয়ে চাপ দ্বিগুণ হয়ে যায়। 

সেই চাপ থেকে ২২ রানের ছোট ইনিংস খেলে একটু স্বস্তি ফিরিয়ে আনেন নারিন। নারিনের বিদায়ের পর ম্যাচের হাল ধরেন আরও দুই ক্যারিবিয়ান রাসেল ও পোলার্ড। কিন্তু তারাও ব্যর্থ হন সেই বিপদ থেকে দলকে উদ্ধার করতে। অবশেষে 

চলতি বিপিএলে ১১ ম্যাচে পাঁচ জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে ঢাকা।  বিপিএলে টিকে থাকতে হলে আগামীকাল শেষ ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে জিততেই হবে। 

ঢাকা ডাইনামাইটসের সংক্ষিপ্ত স্কোরঃ ১২৬/৯
থারাঙ্গা(০),মিজনুর(১৬), রনি(১), সাকিব(৭), নারিন (২২),পোলার্ড(৩৪), সোহান(০),রাসেল(৩০)* শাহাদত(১)*।

উইকেট নিয়েছনঃ মেহেদি ২/২২ , ওহাব ১/১৮, মোশাররফ ১/২৩ , আফ্রিদি ১/২৭, সাইফউদ্দিন ৪/ ২২।

কুমিল্লা ভেক্টোরিয়ান্সের সংক্ষিপ্ত স্কোরঃ ১২৭/১০
তামিম(৩৮), লুইস(৮), বিজয়(০), কায়েস(৭), শুভো(২), আফ্রিদি(১৮), পেরেরা(৯), সাইফউদ্দিন(২), মেহেদী(২০), অহাব(১৬) ও মোশাররফ(৪)*।

উইকেট নিয়েছেনঃ রুবেল ৪/৩০, সাকিব ২/২৩, নারিন ২/২৫ ও শুভাগত ১/১৪
 

Bootstrap Image Preview