Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবিতে উপজেলা নির্বাচন উপলক্ষে আ.লীগের বর্ধিত সভা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:২০ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:২০ PM

bdmorning Image Preview


আসন্ন উপজেলা পরিষদ নির্বানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন উপলেক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা আ.লীগের আয়োজনে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পাঁচবিবি সোসাইটি চত্বরে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব এ্যাড: সামছুল আলম দুদু।

বিশেষ অতিথি ছিলেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী, জেলা আ.লীগের সহ-সভাপতি এ্যাড: মমিন চৌধুরী, জেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক জাকির হোসেন, পিপি নৃ-পেন্দ্রনাথ মন্ডল, পাঁচবিবি উপজেলা আ.লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবসহ জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বর্ধিত সভায় উপজেলার ৮ ইউনিয়নের সকল ওয়ার্ড আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ভোট প্রদানের মাধ্যেমে উপজেলা পর্যায়ে প্রাথমিকভাবে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়। উপজেলা চেয়ারম্যান পদে ভোট করেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুনিরুল শহীদ মুন্না, উপজেলা আ.লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল ও উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহাবুব চন্দন। পরে অনুষ্ঠিত ভোটে ১০৮ ভোট পেয়ে মুনিরুল শহীদ মুন্না নির্বাচিত হন এবং ৭৪ ভোট পান আবু বক্কর সিদ্দিক মন্ডল ও ২৮ ভোট পান আবু সাঈদ আল মাহাবুব চন্দন। এ ছাড়াও ৫টি ভোট বাতিল হয়।

Bootstrap Image Preview