Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে 'ভোক্তা অধিকার আইন ও সুশাসন বিষয়ক' কর্মশালা

মামুনুর রশিদ রাজিব, ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩২ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩২ PM

bdmorning Image Preview


দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত বিভিন্ন সেবাদাতা বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ভোক্তা হিসেবে নানা ভাবে প্রতারিত হচ্ছি। যেমন প্রতিশ্রুতি অনুযায়ী সেবা প্রদান না করা, পরিমাপে কম দেওয়া, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সরবরাহ করা, পণ্যের মূল্য বেশী রাখা ইত্যাদি। কিন্তু এসব সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান ও ব্যক্তি কর্তৃক প্রতারিত হলে আমাদের করণীয় কি সে সম্পর্কে আমরা অধিকাংশই জানি না।

আর এসব বিষয়ে মানুষে মাঝে জন-সচেতনতা সৃষ্টি লক্ষে স্টামফোর্ড ইয়েস গ্রুপ আয়োজনে 'ভোক্তা অধিকার আইন ও সুশাসন' বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প্রতিবার (৩১ জানুয়ারি) স্টামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাস অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শফিকুল ইসলাম লস্কর, টিআইবির আউটরিচ এন্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মঞ্জুর-ই-আলম, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আব্দুল মতিন, ট্রাস্টি বোর্ড সদস্য এবং স্টিয়ারিং কমিটির প্রধান ড.ফারাহ নাজ ফিরোজ, ইয়েস গ্রুপের উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স বিভাগের শিক্ষক মহসিনুল করিম, ইয়েস গ্রুপের কো-অর্ডিনেটর এবং সময় টিভির সংবাদ উপস্থাপক জাফর সাদিক, প্রশিক্ষক কনসাশ কনজ্যুমার সোসাইটির প্রতিষ্ঠাতা পলাশ মাহমুদসহ ইয়েস গ্রুপের সকল সদস্য এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ। 

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক শফিকুল ইসলাম লস্কর বলেন, আমাদের সকল দপ্তরের উচিত বিভিন্ন অন্যায় অপরাধের অভিযোগগুলো অস্বীকার না করে বরং সেগুলোর সত্যতা নিশ্চিত করে অপরাধীদের শাস্তির আওতায় আনা এবং সেই সাথে সাধারণ ভোক্তাদেরও উচিত তাদের ছোটবড় সকল অভিযোগ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা।

এছাড়া স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্টিয়ারিং কমিটির প্রধান ড.ফারাহ নাজ ফিরোজ বলেন, জানার অধিকার সবার আছে। আর সেটা যদি হয় নিজের তথা ভোক্তা অধিকারের বিষয়ে তাহলেতো সেটারগুরুত্ব অনেক গুন বেড়ে যায়। আর সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জানার সুযোগ সৃষ্টি করে দেয়ায় স্টামফোর্ড ইয়েস গ্রুপকে অনেক ধন্যবাদ।

এদিকে, ইয়েসের গ্রুপ লিডার তানভির রেজা আয়োজন সম্পর্কে বলতে গিয়ে বলেন, আমাদের আজকের কর্মশালার উদ্দেশ্য একটাই। আর সেটা হল মানুষকে বা ভোক্তাদের তাদের ন্যায্য অধিকারের বিষয়ে সচেতন করে তোলা। আমরা বিশ্বাস করি, আজকের কর্মশালাটির মাধ্যমে যারা ট্রেনিং নিয়েছেন তারাই হবে আগামীর বাংলাদেশ যারা সমাজের ইতিবাচক পরিবর্তন করতে সক্ষম হবে।

শেষ স্টামফোর্ড ইয়েসের করা ডকুমেন্টারি প্রদর্শনী, সার্টিফিকেট বিতরণ, অতিথিদের জন্য শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

Bootstrap Image Preview