Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিজেপি নেতাকে মাটিতে ফেলে চর-থাপ্পড়

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১৩ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বাংলাদেশ থেকে ভারতে চলে আসা হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার ইস্যুতে রাস্তায় ফেলে পেটানো হয়েছে আসামের লখেশ্বর মোরান নামের এক বিজেপি নেতাকে।

গত বুধবার তিনসুকিয়া জেলার এই বিজেপি সভাপতি নাগরিকত্ব বিল কেন প্রয়োজনীয়-সেটা বোঝাতে এক সভায় হাজির হলে এমন ঘটনা ঘটে। ইতিমধ্যে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, নাগরিকত্ব বিলের বিরোধিতায় গোটা উত্তরপূর্বাঞ্চলেই বিক্ষোভ-হরতাল-প্রতিবাদ চলছে। বুধবার লখেশ্বর মোরান নাগরিকত্ব বিল কেন প্রয়োজনীয়-সেটা বোঝাতে এক সভায় হাজির হয়েছিলেন, তখনই বিলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন প্রায় তিন হাজার মানুষ। এ সময় কালো পতাকাও দেখানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, একদল বিক্ষোভকারী ওই বিজেপি নেতাকে ধাওয়া করছে। পরে তাকে ধরে কিল-চর এবং কেউ তার চুল টেনে ধরছে। এমনকি অনেকে তাকে ধাক্কাতে থাকেন। একপর্যায়ে তিনি মাটিতে পরে যান। কিন্তু প্রথমবার উঠে সরে যাওয়ার চেষ্টা করতে গিয়ে আবার পড়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

তিনসুকিয়ার পুলিশ সুপার (এসপি) শিলাদিত্য চেতিয়া বলেন, ‘ভিডিও ফুটেজ দেখে আমরা কয়েকজনকে চিহ্নিত করতে পেরেছি। তিনজন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। আরও পাঁচ থেকে ছয়জন ছিল ওই হামলায়। তাদের খোঁজে বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। আশা করছি সবাইকে গ্রেফতার করা যাবে খুব তাড়াতাড়ি।’

Bootstrap Image Preview