Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভেনেজুয়েলার বিরোধী নেতা  গুয়াইদোকে ইউরোপীয় পার্লামেন্টের স্বীকৃতি

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩৪ AM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩৪ AM

bdmorning Image Preview
সংগৃহীত


ভেনেজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট।

গতকাল বৃহস্পতিবার ইইউ এ স্বীকৃতি দেয়।

এতে করে দেশটির বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর আন্তর্জাতিক মহলের চাপ বাড়ল। গুয়াইদোকে স্বীকৃতি দেয়ার বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টে ভোটাভুটি হয়।

গুয়াইদোকে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট পড়ে ৪২৯টি আর বিপক্ষে ভোট পড়ে ১০৪টি।তবে ভোট প্রদানে বিরত ছিলেন ৮৮ জন সদস্য।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৃহস্পতিবার ভোটাভুটির বিষয়ে ইউরোপীয় সংসদের বিশেষ অধিবেশন বসে। ভোটাভুটির পর ইউরোপীয় পার্লামেন্ট এক বিবৃতিতে ২৮টি ইউরোপীয় ইউনিয়নভুক্ত সরকারগুলোকে ভেনেজুয়েলায় অবাধ ও স্বচ্ছ নির্বাচন না হওয়া পর্যন্ত স্বঘোষিত প্রেসিডেন্ট গুয়াইদোকে একমাত্র বৈধ রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানানো হয়।

গত শনিবার ইইউ এর প্রভাবশালী দেশ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও স্পেন মাদুরোকে আট দিনের মধ্যে নির্বাচন দেওয়ার আল্টিমেটাম দিয়েছিল। অন্যথায় গুয়াইদোকে বৈধতা স্বীকৃতি দেওয়ার হুমকি দেয়। তবে মাদুরো তৎক্ষণাৎ ওই আল্টিমেটাম প্রত্যাখ্যান করেন।

Bootstrap Image Preview