Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নন্দীগ্রামে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪৯ AM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪৯ AM

bdmorning Image Preview


বগুড়ার নন্দীগ্রামে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৩৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নেয়। প্রতিটি গ্রুপে তিনজন করে প্রতিযোগী এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষায় বিজ্ঞান বিষয়ক প্রশ্নের উত্তর দেয়।

প্রতিযোগিতায় ভাটরা খাঁন চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রথম, বিজরুল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং কাজি আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।

পরে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একরামুল হক সরকার, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

Bootstrap Image Preview