Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণা, আটক প্রতারক

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৭ AM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৭ AM

bdmorning Image Preview


পৌণে চার লাখ টাকায় পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণার মামলায় সুনামগঞ্জে আবদুর রউফ নামের এক প্রতারকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সদর উপজেলার ব্রাম্মণগাঁও গ্রাম থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। আটক আব্দুর রউফ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের বাক্ষ্রণগাঁও গ্রামের আব্দুল মছব্বিরের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন রাতে জানান, অন্যান্য প্রতারণার বিষয়েও তাকে ডিবি পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগাওে প্রেরণ করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি কাজি মোক্তাদির হোসেন চৌধুরী জানান, ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারী জেলার মধ্যনগর থানার বাঘেরপাড়া গ্রামের হতদরিদ্র কৃষক নিবারণ বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাসকে পুলিশ কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে  ৩ লাখ ৯০ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেয় আবদুর রউফ।

ওই টাকা নিয়ে আবদুর রউফ সুনামগঞ্জ নীজ বাড়ি থেকে গাঁ ঢাকা দিয়ে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে চলতি বছরের ৩০ জানুয়ারি হত দরিদ্র কৃষক নিবারণ বিশ্বাস বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

Bootstrap Image Preview