Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুরে কলেজ অধ্যক্ষের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৯:৫১ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৯:৫১ PM

bdmorning Image Preview


গাজীপুরের শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।

বৃহষ্পতিবার (৩১ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে প্রাইভেটকারযোগে কলেজে যাওয়ার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা মাধখলা এলাকায় এ হামলা করে। এসময় গাড়ীতে থাকা তার স্ত্রী, বোন, ভাগিনা ও চালক আহত হন। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

অধ্যক্ষ জানান, তিনি তার উত্তরার বাসা থেকে কর্মস্থল কলেজে যাচ্ছিলেন। এসময় ওই এলাকায় মোটরসাইকেলযোগে বেশ কয়েকজন যুবক গাড়ীর গতিরোধ করে। যুবকেরা এসময় গাড়ির সামনের গ্লাস ভাংচুর ও ডান পাশের দুটি গ্লাসই ভেঙে ফেলে। কৌশলে গাড়িটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নতুনবাজার দিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। যুবকেরা অস্ত্র উঁচিয়ে গাড়ীর পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পর্যন্ত ধাওয়া করে। কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে তারা আত্মরক্ষা করেন। তিনি শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায় দিনের সাংবাদিক।

অধ্যক্ষ আরও জানান, গত বেশ কিছুদিন যাবত কলেজের চার জন শিক্ষক তাকে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে প্রতিনিয়ত নানা ধরনের হুমকি প্রদান করছে। অধ্যক্ষের ছেলেকে অপহরন, সপরিবারে মামলা, হামলা ও নির্যাতন করারও হুমকি দিচ্ছে। ওই শিক্ষকেরা স্বাধীনতা বিরোধীচক্রের এজেন্ট বলেও তিনি দাবি করেন। তিনি এসব বিষয় গাজীপুরের জেলা প্রশাসক, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে অবহিত করেছেন।

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া যায়নি। হামলার শিকার অধ্যক্ষকে লিখিত অভিযোগের জন্য পরামর্শ দেয়া হয়েছে।

Bootstrap Image Preview