Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুরে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি

সাখাওয়াত হোসেন সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৯:৪৪ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৯:৪৪ PM

bdmorning Image Preview


গাজীপুরের শ্রীপুরে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক, গণপরিবহনের মালিক, চালক, স্থানীয় শ্রমিক নেতা ও সাধারণ মানুষের উদ্দেশ্যে ট্রাফিক আইন ও মহাসড়কে দুর্ঘটনা রোধে সচেতনতামূলক পরামর্শ দিয়েছেন মাওনা হাইওয়ে থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে র‌্যালি ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। র‌্যালিটি চৌরাস্তা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উড়াল সেতুর নিচে এসে শেষ হয়।

মাওনা হাইওয়ে থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণপরিবহনের মালিক, চালক, স্থানীয় শ্রমিক নেতা ও সাধারন মানুষের উদ্দেশ্য বলেন, সড়ক দুর্ঘটনা ঘটার অনেক দৃশ্যমান কারণ রয়েছে। এর মধ্যে সাধারণ জনগণের ট্রাফিক আইন না মানার প্রবণতাও অন্যতম।

তিনি বলেন, গণপরিবহনের মালিক, চালক এবং তার সহযোগীরা অবশ্যই দায়ী। তবে ব্যক্তির অসচেতনতা বা স্বেচ্ছাচারী আচরণও কম দায়ী নয়। যে কারণে সবাইকেই একটি শৃঙ্খলিত নিয়মের আওতায় থাকা জরুরী। এতে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। দুর্ঘটনার হারও কমে আসবে। তবে এর জন্য সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, আবেদ আলী গার্লস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, মাওনা চৌরাস্তা পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান ও সাংগঠনিক সম্পাদক এমদাদুল হকসহ রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

Bootstrap Image Preview