Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাতীবান্ধায় ৩ পদে আওয়ামী লীগের ২০ প্রার্থী

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৯:০৯ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৯:০৯ PM

bdmorning Image Preview


লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেতে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইচ চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থীর দৌড় ঝাপ শুরু করেছেন।

বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের মাসিক সভায় তারা নির্বাচনে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত দলীয় মনোনয়ন চান। তবে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান মামুন চেয়ারম্যান পদে ও সাবেক সহ-সভাপতি ফরিদুল ইসলাম শৈবাল ভাইস চেয়ারম্যান পদে গণসংযোগ চালালেও তারা এখনো দলীয় মনোনয়ন চায়নি।

চেয়ারম্যান পদে যারা মনোনয়ন চেয়েছেন তারা হলেন- বর্তমান চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, সাবেক উপজেলা চেয়ারম্যান বদিউজ্জামান ভেলু, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মাহ্মুদুল হাসান সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজ্জাদ হোসেন সাগর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রন্টু, নওদাবাস ইউনিয়ন চেয়ারম্যান অশ্বিনী কুমার বসুনিয়া, জেলা পরিষদ সদস্য হাসান মেহেদী অপন ও সদ্য আওয়ামী লীগে যোগদানকারী সাবেক ইউ-পি চেয়ারম্যান এম জি মোস্তফা।

ভাইস চেয়াম্যান পদে মনোনয়ন চেয়েছেন, প্রবীন আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দিলীপ কুমার সিংহ, ছাত্রলীগের সম্পাদক পারভেজ হোসেন, যুবলীগ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন, শ্রমিকলীগ নেতা মোজাম্মেল হোসেন ভুট্টু, কৃষকলীগ সম্পাদক জিলহাজ হোসেন রুমন ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান মঞ্জু।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়েছেন, সাবেক উপজেলা ভাইস চেয়াম্যান মুক্তি রানী সরকার ও স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ রাজনের সহধর্মিনী জেসমিন নাহার।

হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান ভেলু জানান, উক্ত তালিকা জেলা কমিটিকে প্রেরণ করা হবে। তারা সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় কমিটির কাছে প্রেরণ করবেন। 

Bootstrap Image Preview