Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবারও ইয়াবাসহ 'হুন্ডি কালাম' আটক

সিলেট প্রতিনিধি:
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৯:০১ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৯:০১ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের শীর্ষ চোরাকারবারী আবুল কালাম ওরফে হুন্ডি কালামকে ফের বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সন্ধায় উপজেলার বালিয়াঘাট বিওপির লাকমা পশ্চিমপাড়া থেকে তাকে আটক করা হয়। আটকের পর বিজিবির সদস্যরা তার দেহ তল্লাশী করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করে। কালাম তাহিরপুর সীমান্তের লালঘাট মাইজ পাড়ার মৃত ভানু হোসেনের ছেলে।

বৃহস্পতিবার সন্ধায় ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কণেৃল মো. মাকসুদুল আলম জানান, বালিয়াঘাট বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তের লাকমা পশ্চিম পাড়ায় ইয়াবা বিক্রয়কালে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটকের পর রাতেই কালামকে তাহিরপুর থানায় সোপর্দ করা হলে বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর জানান, ইতিপূর্বেও কালামের বিরেুদ্ধে ভারতীয় মুদ্রা (হুন্ডি) ও অপর একটি চাঁদাবাজির মামলা আদালতে বিচারধীন রয়েছে।

সীমান্তবাসীর অভিযোগ, কালাম বেশ কয়েক বছর ধরেই সীমান্তে মাদক, চোরাই কয়লা, গোলকাঠ, বণ্যপ্রাণী তক্ষক চোরাচালানের পাশাপাশী, হুন্ডি ব্যবসা ও সীমান্তের ওপারে সাপ্তাহিক চুক্তিতে অবৈধভাবে কয়লা কোয়ারিতে শ্রমিক পাচারের সাথেও জড়িত ছিল।

Bootstrap Image Preview