Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে বিদ্যুৎচালিত সেচযন্ত্রের অনুমতি পেল ২৬৩ কৃষক

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৮:০১ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৮:০১ PM

bdmorning Image Preview
প্রতীকী


বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎচালিত অগভীর নলকূপ (সেচযন্ত্র) স্থাপনের অনুমতি পেয়েছে ২৬৩ কৃষক।

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা সেচযন্ত্রের অনুমোদন দিয়েছেন।

ইউএনও অফিস সূত্রে জানা যায়, অগভীর নলকূপ স্থাপনের অনুমোদন প্রদানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি, বিএডিসি’র উপ-সহকারি প্রকৌশলীকে (ক্ষুদ্রসেচ) সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। চলতি মৌসুমে অগভীর নলকূপ স্থাপনের জন্য ৭০০ কৃষক উপজেলা সেচ কমিটির নিকট আবদেন করে।

অগভীর নলকূপ স্থাপনের অনুমোদনের জন্য গত ৯ জানুয়ারি উপজেলা সেচ কমিটির সভা অনুষ্ঠিত হয়। কিন্ত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) উপ-সহকারী প্রকৌশলী মাসউদুল করিম রানার অনিয়ম ও দুর্নীতির কারণে ৭০০ কৃষকের সেচযন্ত্র স্থাপনের অনুমোদন ঝুলে ছিল।

এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে ধুনটে বিএডিসি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ, বিদ্যুত চালিত সেচ যন্ত্রের অনুমতি পাচ্ছে না ৭০০ কৃষক-শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছে।

সংবাদটি ধুনট উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দৃষ্টি গোচর হয়। তিনি গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত সেচ কমিটির সভার রেজুলেশনে স্বাক্ষর করেন। এতে করে আবেদনকৃত ৭০০ কৃষকের মাঝে ২৬৩ কৃষক অগভীর নলকুপ স্থাপনের অনুমোদন পেয়েছে।

ধুনট উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, কৃষকদের আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই করে ২৬৩টি অগভীর নলকূপ স্থাপনের অনুমোদ দেওয়া হয়েছে। অবশিষ্ট কৃষকের আবেদনগুলো খাতিয়ে দেখে অল্প দিনের মধ্যে সেচ কমিটির সভা করে অনুমোদন দেওয়া হবে।

Bootstrap Image Preview