Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বরফের শহরে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের শিকাগো!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৭:৪৪ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৭:৪৪ PM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের অঙ্গরাজ্য শিকাগোতে তাপমাত্রা এখন মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। যা বর্তমানে বরফের মহাদেশখ্যাত অ্যান্টার্কটিকাকেও ছাড়িয়ে গেছে। এ ছাড়াও ব্যাপকভাবে বরফ পড়াসহ তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

দেশটির মধ্যাঞ্চলের অঙ্গরাজ্য শিকাগো শহরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে তুষারঝড় 'পোলার ভার্টেক্স' এতো ভয়াবহভাবে আঘাত হেনেছে যে, ফুটন্ত গরম পানিও বরফ হয়ে যাচ্ছে।

এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমে দেখা যায়, ঘরের ভেতরে দেয়াল, দরজা বা বিভিন্ন আসবাবপত্রেও বরফ জমে পড়ছে। মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটছে। সড়কগুলো বরফে আচ্ছাদিত হওয়ায় ঘর থেকে বের হয়ে কর্মস্থলে যেতে পারছে না। এ ছাড়াও এই প্রাকৃতিক দুর্যোগে বেশ কয়েকজনের মৃত্যুর সংবাদও পাওয়া গেছে।

ইতোমধ্যেই ওই অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি ৭০০০ হাজারেরও বেশি ফ্লাইট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে।

Bootstrap Image Preview