Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিষাক্ত ধোঁয়ার কবলে ব্যাংকক, ৪০০ স্কুল বন্ধ ঘোষণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৬:৩৬ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৬:৩৬ PM

bdmorning Image Preview


থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের আকাশ-বাতাস বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে গেছে। এতে করে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে জনজীবন। দূষিত বায়ুর কবল থেকে শিশুদের রক্ষায় এবার অনির্দিষ্টকালের জন্য ৪০০ স্কুল বন্ধ ঘোষণা করলো সেদেশের স্কুল কর্তৃপক্ষ।

অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা, অবাধে নির্মাণ, ফসলের আগাছা জ্বালানো এবং শহরে আটকে পড়া বিভিন্ন কারখানার বিষাক্ত ধোঁয়া দেশটির এমন অবস্থার অন্যতম কারণ হিসেবে উদঘাটন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষ এই বিষয়ে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, বিগত কয়েক বছরের মধ্যে ব্যাংকক সবচেয়ে মারাত্মক বায়ু দূষণের কবলে পড়েছে। হঠাৎ করেই কয়েক সপ্তাহ ধরে দেশটির এই ব্যস্ততম প্রধান শহর বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। যার ফলে কর্মস্থলে যেতে গণপরিবহনসহ বাইরে বের হওয়া সাধারণ জনগণকে মুখে মাস্ক বা রুমাল দিয়ে ঢেকে চলাচল করতে দেখা গেছে।

এ নিয়ে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। যদিও সেদেশের সরকার ট্রাফিক ব্যবস্থা বেশ কিছু নিয়ম-কানুন এনে রাস্তায় পানি ছিটানো সহ নানা পদক্ষেপ হাতে নিয়েছে বলে জানা গেছে।

এছাড়াও আগামী ৫ ফেব্রুয়ারি লুনার নিউ ইয়ার (চীনা নতুন বর্ষ) উদযাপন উপলক্ষে কোন প্রকার আতশবাজি বা ধোঁয়া সৃষ্টিকারী আনন্দ-উৎসবের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।

এদিকে, ব্যাংককের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কতদিন বন্ধ থাকবে সে বিষয়ে কোন সিধান্ত জানাতে পারেনি যথাযথ কর্তৃপক্ষ। তবে তারা আশা করছে খুব শিগগিরিই এই পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

 

Bootstrap Image Preview