Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাভাবিপ্রবিতে কেন্দ্রীয় নবীনবরণ চেয়ে শিক্ষার্থীদের আবেদন

মাভাবিপ্রবি প্রতিনিধি:
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৫:১৮ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৫:১৮ PM

bdmorning Image Preview


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রসাশনের কাছে আবেদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ছাত্র সংগঠন।

বুধবার (৩০ জানুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এ লিখিত আবেদন জমা দেয়া হয়।

আবেদনে প্রায় ১২টি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিন এবং চেয়ারম্যানের মিটিংয়ে উপস্থাপনের জন্য সুপারিশ করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক কাজী সাব্বির রোমেন বলেন, প্রায় ৪ বছর যাবৎ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় নবীনবরণ হয় না। বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান না হলে শিক্ষার্থীদের সুস্থ্য মানসিক বিকাশ হয় না, শিক্ষার্থীরা হতাশা, নেশাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। সুস্থ্য মানসিক বিকাশ ও সিনিয়র-জুনিয়র ভাল সম্পর্কের জন্য নবীনবরণ প্রয়োজন।

Bootstrap Image Preview