Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীমঙ্গল উপজেলা: মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে হেলেনা চৌধুরী

হৃদয় দেবনাথ, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০১:১৬ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০১:১৭ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সরগরম হয়ে উঠেছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার হাট ঘাট থেকে শুরু করে জনপদ। এ নির্বাচনকে কেন্দ্র করে উৎসবে পরিণত হয়েছে শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলগুলোতে।

সব জায়গায় চলছে শুধু উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আলাপ-আলোচনা। চা স্টল থেকে শুরু করে হাট-ঘাটসহ একটাই আলোচনা কে পাচ্ছেন আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এর দলীয় মনোনয়ন। আর সম্ভাব্য প্রার্থীরা শুভেচ্ছা জ্ঞাপন ও দোয়া চেয়ে অনেকে সেঁটেছেন ব্যানার ফেস্টুনও।

তবে উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকলেও উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী নামটাই শোনা যাচ্ছে জোরেসুরে।

জানা যায়, তিনি গত উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। এছাড়া শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে মহিলা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

হেলেনা চৌধুরী তৃণমূল পর্যায়ের অসহায় হত-দরিদ্র মানুষের বিপদ-আপদে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলে জানান ভুনবীর এলাকার সালেখা বেগম। উপজেলার তৃণমূলের মানুষের কাছে তিনি অত্যন্ত সুপরিচিত ও পছন্দের একজন মানুষ। উপজেলার প্রতিটি মানুষের ঘরে ঘরে গিয়ে খোঁজ খবর নেন প্রত্যেকের। এমনকি যারা আর্থিকভাবে অসহায় সাধ্যের মধ্যে তাদের পাশে আর্থিক সাহায্য নিয়ে পাশে দাঁড়ান তৃণমূলে জনপ্রিয় এই মহিলা নেত্রী।

মির্জাপুর এলাকার হাজেরা খাতুন জানায়, হেলেনা আপাকে আমরা সুখে দুঃখে পাশে পাই। আমি মনে করি হেলেনা আপাই একমাত্র যোগ্য। তিনি আরো বলেন, আমার এলাকায় পানির সমস্যা ছিল আমি আপাকে জানিয়েছি। তিনি তাৎক্ষণিক আমার এলাকায় ডিপ টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন।

একান্ত আলাপে তৃণমূলে ব্যাপক জনপ্রিয় এ নারী নেত্রী জানান, আমরা জনপ্রতিনিধি আর জনপ্রতিনিধিদের কাছে ভোটারদের প্রত্যাশা থাকে অনেক। আমরা সাধ্যের মধ্যে তাদের সেই দাবিগুলো পূরণ করার চেষ্টা করি।

তিনি আরও বলেন, আমি এবার স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশ নিবো। আমার বিশ্বাস জনগণ আমাকে নির্বাচিত করবে। গত পাঁচ বছরে আমি আমার সামর্থ্যের মধ্যে জনগণকে সেবা দেয়ার চেষ্টা করেছি। এবার নির্বাচিত হলে জনগণের ভোটার সন্মান আমি অতীতের মতোই রাখতে চেষ্টা করবো।

ইতোমধ্যে প্রায় প্রতিদিনই তিনি গ্রামে গঞ্জে ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে হাত মেলাচ্ছেন, দোয়া প্রার্থনা করছেন। আগামী মার্চ মাসে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন খবরে চাঙ্গা হয়ে উঠেছে চায়ের দেশ খ্যাত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রাজনৈতিক অঙ্গন। নির্বাচনী মাঠ দখল এবং দলীয় মনোনয়ন পেতে মাঠে দৌড়ঝাঁপ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা।

Bootstrap Image Preview