Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটির সানকিতে মন্ত্রী-এসপিকে খাওয়ালেন মেয়র আইভী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০১:৫৩ AM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০১:৫৩ AM

bdmorning Image Preview
সংগৃহীত


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাবা প্রয়াত আওয়ামী লীগ নেতা আলী আহম্মদ চুনকার ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছে বার্ষিক ওরস।

বুধবার এ উপলক্ষে মেয়র ব্যবস্থা করেন খাওয়া দাওয়ার। এ সময় জনসাধারণের সঙ্গে মাটির সানকিতে দুপুরের খাবার খান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন-অর রশিদ।

এ সময় মেয়র আইভী ও এসপি হারুনের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আমাদের এখানে যোগ্য নেত্রী ও দেশের একমাত্র নারী সিটি করপোরেশন মেয়র আইভী আপা রয়েছেন। আমি তাকে বলবো, আপনার যে সুশাসন রয়েছে তা চালিয়ে যান। পাশাপাশি পুলিশ সুপারকেও বলবো সুশাসন পরিচালনায় আপনি সহযোগিতা করবেন। সবার সহযোগিতায় নারায়ণগঞ্জের হারিয়ে যাওয়া সুনাম ফিরিয়ে আনতে চাই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আমরা তো রাজনীতি করি। আমরা সারা বাংলাদেশেকে যেমন চিনি ঠিক তেমনি আমার জেলাকেও চিনি। সুতরাং সবার আগে প্রাধান্য পাবে আমার জেলা। তারপর হলো পুরো বাংলাদেশ। কারণ সবার আগে আমার ঘর ঠিক রাখতে হবে। তারপর আস্তে আস্তে পুরো বাংলাদেশে সুশাসন ছড়িয়ে দিতে হবে।’

এ সময়  উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সংরক্ষিত আসনের সাংসদ হোসনে আরা বেগম বাবলী, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা কাউসার আহমেদ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল বারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম বিল্লাহসহ পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এর আগে দুপুরে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে আসেন বস্ত্র ও পাটমন্ত্রী। ওই সময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসন মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তাকে গার্ড অব অনার দেয়া হয়।

Bootstrap Image Preview