Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবিতে দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ০৯:৩৮ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ০৯:৩৮ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও কবি অনীক মাহমুদের ষাটতম জন্মবার্ষিকী উপলক্ষে ‘হিরণ্যসম্বিত’ ও ‘রুদ্র’ নামের দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জানুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সরোয়ার মুর্শেদ রতনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়টির কাহ্নপা সাহিত্যচক্র আয়োজিত এ অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অনুষ্ঠিত হয়। এসময় গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেন রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল খালেক।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় প্রদান করা হয়। এ সময় লেখক অনিক মাহমুদকে সম্মাননার ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে অনীক মাহমুদকে নিয়ে লেখা একটি মানপত্র পাঠ করেন বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া তহমিনা সরকার। সঞ্চালনা করেন বিভাগের আরেক সহকারী অধ্যাপক ড. সুমাইয়া খানম। অনীক মাহমুদকে নিয়ে হিরণ্যসম্বিত গ্রন্থে ১৪৫ জন ও রুদ্র গ্রন্থে ৭৩ জন লেখকের লেখা বিভিন্ন প্রবন্ধ, গল্প, কবিতা সংকলন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান আলোচক রাশেদা খালেদ বলেন, অনীক মাহমুদের যতগুলো সাহিত্য রচিত হয়েছে তা তার ওজনের চেয়েও বেশি হবে। আর এর জন্য তিনি কবি বলে খ্যাতি লাভ করেছেন। আমরা তার রচিত সাহিত্য কর্ম পড়াশোনা করি। ছাত্ররা মিলে এতো বড় একটি প্রকাশনার আয়োজন করেছেন তার চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে।

কবি অনীক মাহমুদ বলেন, আমি পেশার বসে সাহিত্য রচনা করি, নেশার বসে সাহিত্য রচনা করি, পুরস্কার পাবার আশায় নয়। শামুসুর রাহমান একবার সরকারি টাকায় বিদেশ যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। রাজা লক্ষণ সেন অনেক আগে মারা গেছেন কিন্তু তার আমলের অনেক সাহিত্য তাকে স্মরণ করেছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগে মারা গেছেন কিন্তু তার সৃষ্টিকর্ম তাকে বাঁচিয়ে রেখেছে। তাকে স্মরণ করেছে মানুষ যুগের পর যুগ ধরে। প্রজ্ঞার কাছে মানুষ সমর্থিত, বস্তুসত্ত্ব নয়।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ অধ্যাপক গোলাম কবির। আলোচক ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক রাশেদা খালেক, রাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবুল হাসান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন কাহ্নপা সাহিত্যচক্রের সভাপতি ও রাবির বাংলা বিভাগের শিক্ষক মানিকুল ইসলাম।

প্রসঙ্গত, ১৯৫৮ সালের ২১ নভেম্বর কবি অনীক মাহমুদ রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সাল থেকে তিনি লেখালেখি শুরু করেন। ১৯৯৪ সালে লেখকনাম সংক্রান্ত একটি এফিডেভিট সম্পাদন করেছেন। উচ্চ বিদ্যালয়ে পড়ালেখাকালীন তিনি নাটকে অভিনয় শুরু করেন। মচমইল উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৬ সালে এসএসসি এবং রাজশাহী কলেজ থেকে ১৯৭৮ সালে এইচএসসি পাশ করেন। এরপর ১৯৮২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনার পাশাপাশি লেখালেখি চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত তাঁর লেখা একশটিরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

Bootstrap Image Preview