Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার জাবির ক্যাফেটেরিয়ায় ‘১০ টাকার নাস্তা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ০৮:৩৭ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ০৮:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্যাফেটেরিয়ায় খাবারের দাম ক্যাম্পাসের খাবার দোকানগুলোর চেয়ে তুলনামূলক কম। ১০ টাকায় মোটামুটি মানের নাস্তা পাওয়া যায় এখানে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতি পিস সিঙ্গারা ৩ টাকা, পিঁয়াজু ৩ টাকা, লুচি ৫ টাকা, চা ২ টাকা দাম রাখা হয়। সে হিসেবে ১০ টাকা হলে ২টি সিঙ্গারা, ১টি পিঁয়াজু সাথে এক কাপ চা অথবা ১টি সিঙ্গারা, ১টি লুচি সাথে এককাপ চা পাওয়া সম্ভব।

এছাড়া প্রতিটি কাটলেট ১০ টাকা, একপ্লেট ছোলা ১০ টাকায় পাওয়া যায়।

জানা যায়, গত বছরের শেষের দিক থেকে ক্যাফেটেরিয়া রাত ৮টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে। রাতের খাবারের ব্যবস্থা এখন পর্যন্ত করা না হলেও বিকেল থেকে থাকে নাস্তার ব্যবস্থা।

এর আগে ক্যাফেটেরিয়ায় কেবল সকাল আর দুপুরের খাবার পাওয়া যেত। খোলা থাকত দুপুর ২টা পর্যন্ত। রাত পর্যন্ত খোলা রাখায় ক্যাফেটেরিয়া থাকে জমজমাট।

ছাত্রশিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ জানান, রাতের খাবার চালু করার জন্য চেষ্টা করছে প্রশাসন। আগামী ২ মাসের মধ্যে খাবারের ব্যবস্থা করা সম্ভব। যত কমমূল্যে শিক্ষার্থীদের খাবার সরবরাহ করা সম্ভব সে চেষ্টা রয়েছে বলে জানান তিনি।

Bootstrap Image Preview