Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রুয়েটে রোবট বানানো প্রতিযোগিতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ০৮:৩৬ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ০৮:৩৬ PM

bdmorning Image Preview


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘জিপিএইচ ইস্পাত-এসো রোবট বানাই’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জানুয়ারি) বিকেলে রুয়েটের শহীদ মিনার মুক্তমঞ্চে বিজয়ী পাঁচ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। রুয়েটের মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ ও রোবোটিক সোসাইটি অব রুয়েট যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

জিপিএইচ গ্রুপ ও জিপিএইচ ইস্পাত লিমিটেড বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের মেধাভিত্তিক রিয়েলিটি শো-এর আয়োজন করেছে। এর ধারাবাহিকতায় রুয়েটেও প্রতিযোগিতার ‘রোড শো’র আয়োজন করা হয়।

গত ১৯ জানুয়ারি প্রতিযোগিরা তাদের আইডিয়া উপস্থাপন করেন ও হ্যাকাথন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের উপস্থাপিত আইডিয়াগুলোর মধ্যে থেকে পাঁচটি সেরা আইডিয়া বাছাই করা হয়। রোবটিক সোসাইটি অব রুয়েটের রোবট বিল্ডার্স গ্রুপের শিক্ষার্থীরা ৭২ ঘণ্টার হ্যাকাথনের মাধ্যমে সেই আইডিয়াগুলোকে বাস্তবে রূপ দিয়ে পাঁচটি রোবট তৈরি করেন।

সেরা পাঁচ আইডিয়া উপস্থাপন করে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছেন- রুয়েটের আরিফুর রহমান, অন্তর মজুমদার, মাহী রাশেদ, তাহিয়া জারিন ও তানজিম নওশীন। অনুষ্ঠানের উপস্থিত অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাত লিমিটেডের আব্দুল হক মাসুদ বলেন, ‘প্রথম যখন আমরা এ ধরনের আয়োজনের সাথে যুক্ত হই তখন অনেকে জিজ্ঞাসা করেছিল, আপনারা কেন যুক্ত হচ্ছেন? আপনারা স্টিল তৈরি করেন, রোবটের সাথে সম্পর্ক কী? শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উৎসাহ দিতেই আমাদের যুক্ত হওয়া। বিশ্বের অনেক দেশ প্রযুক্তিতে বিনিয়োগ করে এগিয়ে গেছে।’

তিনি বলেন, আমরা যা কিছুই করি না কেন, আমাদের সবকিছু জ্ঞানভিত্তিক হওয়া প্রয়োজন। প্রযুক্তিতে জোর দিয়ে এগিয়ে যেতে হলেও এতে গভীর জ্ঞানের দরকার আছে।

রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. সেলিম হোসেন বলেন, আমাদের প্রধানমন্ত্রী ভিশন ২০২১ ও ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে চলেছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার চার নম্বর অংশটি হলো গুণগত শিক্ষা। আজকের এই আয়োজনের মতো আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন সম্পূর্ণতা পাবে। আইডিয়া উপস্থাপন ও বাস্তবায়নের মাধ্যমে রুয়েট একটি প্রতিষ্ঠান হিসেবে দেশকে বিশ্বমানে পৌঁছাতে সহযোগিতা করবে।

রোবটিক সোসাইটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সিআরআইডি-ইউএসএ’র সহপ্রতিষ্ঠাতা ও সভাপতি মেহেদী শামস্, জিপিএইচ ইস্পাত লিমিটেডের মার্কেটিং ও সেলস শাখার মহাব্যবস্থাপক গালিব মোহাম্মদ, রুয়েটের যন্ত্রকৌশল অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. শামীমুর রহমান, রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক মো. রবিউল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজনের চ্যানেল পার্টনার হিসেবে চ্যানেল আই এবং নলেজ পার্টনার হিসেবে ছিল সিআরআইডি-ইউএসএ। পুরস্কার বিতরণ শেষে তৈরি করা রোবটগুলো দর্শকদের সামনে উপস্থাপন করা হয়।

Bootstrap Image Preview