Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত এ সংসদ’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ০৭:৪৯ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ০৮:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রেখে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত একাদশ জাতীয় সংসদ। 

বুধবার (৩০ জানুয়ারি) রাতে একাদশ সংসদের প্রথম অধিবেশনের ভাষণে রাষ্ট্রপতি এ কথা বলেন।

এসময় তিনি, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য তিনি নির্বাচন কমিশন জনপ্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সশস্ত্রবাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনীর ব্যক্তিদের ধন্যবাদ জানান।

রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। পরে এই ভাষণের ওপর দীর্ঘ আলোচনা শেষে সংসদে পাস হবে। রাষ্ট্রপতির ভাষণের পর সংসদের অধিবেশন মুলতবি ঘোষণার রেওয়াজ রয়েছে।

রাষ্ট্রপতি ১৫৮ পৃষ্ঠার ভাষণের গুরুত্বপূর্ণ অংশ সংসদে তুলে ধরেন। সংসদে স্পিকারের ডান পাশের চেয়ারে বসে রাষ্ট্রপতি তার ভাষণ দেন।

রাষ্ট্রপতি বলেন, নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ কর্মচঞ্চল সুখী সুন্দর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ সবার কাম্য। ইতিহাসের সাহসী সন্তানেরা রক্ত, প্রাণের বিনিময়ে একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। আমাদের দায়িত্ব এই দেশ ও জাতির অগ্রযাত্রাকে বেগবান করা। 

এসময় তিনি আরো বলেন, সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রেখে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত একাদশ জাতীয় সংসদ। গণতান্ত্রিক ধারাবাহিকতা ও আর্থ-সামাজিক উন্নয়নে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে দল-মত পথের পার্থক্য ভুলে সব রাজনৈতিক দল, শ্রেণী-পেশা নির্বিশেষে সবার ঐক্যমত গড়ে তোলার সম্মিলিত উদ্যোগ নিতে হবে।

নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর জাতীয় জীবনে নতুন প্রাণ সঞ্চারিত হয়েছে বলে জানিয়ে রাষ্ট্রপতি আরো বলেন, আশাকরি বিভিন্ন ক্ষেত্রে সরকারের গৃহীত উদ্যোগ আরও সুসংহত ও গতিশীল হবে। জাতীয় সংসদ দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। জাতীয় ঐক্যমত ছাড়া শান্তি ও সমৃদ্ধি স্থায়ীরূপ পেতে পারে না। 

‘গণতন্ত্রের ধারাবাহিকতা, আইনের শাসন ও অব্যাহত আর্থ-সামাজিক উন্নয়নের মতো মৌলিক প্রশ্নে সব রাজনৈতিক দল শ্রেণী-পেশা নির্বিশেষে সবার ঐকমত্য গড়ে তোলার সম্মিলিত উদ্যোগ নেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

‘আসুন, ধর্ম-বর্ণ গোত্র নির্বিশেষে ও দল-মত-পথের পার্থক্য ভুলে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা ও দেশের আর্থ-সামাজিক উন্নয়ন তরান্বিত করার মধ্য দিয়ে আমরা লাখো শহীদের রক্তের ঋণ পরিশোধ করি।’

Bootstrap Image Preview