Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাবি কর্মচারী সমিতির নির্বাচন বৃহস্পতিবার

আবদুল্লাহ আল মাসুদ, শাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ০৬:০৫ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ০৬:০৫ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের সংগঠন 'শাবি কর্মচারী সমিতি'র নির্বাচন ৩১ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।

এতে মোট ১৩ টি পদের বিপরীতে ২২ জন প্রতিদ্বন্দীতা করছেন। এর মধ্যে ৭টি পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হওয়ায় সর্বমোট ৬টি পদে ১৫ জন প্রার্থী করবেন।

এই নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কমিশনার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত মহাবিদ্যালয় পরিদর্শক মোঃ তাজিম উদ্দিন একথা নিশ্চিত করে বলেন, এ বারের নির্বাচনে মোট ভোটার ১৫০ জন। ইতোমধ্যেই আমরা নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি।

এ নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন, সভাপতি পদে মো. আব্দুর রউফ (উচ্চমান সহকারী), শাহ আব্দুল কাইয়ুম (সিনিয়র পিএবিএক্স সিনিয়র অপারেটর), রক্ষিতকুমার আচার্য্য (টেকনিক্যাল সিনিয়র এসিসট্যান্ট), সহ-সভাপতি পদে মো. আব্দুল মজিদ (সিনিয়র টেকনিক্যাল এসিসট্যান্ট) ও মো রাজুল ইসলাম (উচ্চমান সহকারী), সাধারণ সম্পাদক পদে মো সাহাজাহান সিরাজ (সিনিয়র ল্যাব সহকারী), মো. জাহাঙ্গীর আলম (ল্যাব সহকারী), মো. সাইফুদ্দিন তালুকদার (কম্পিউটার অপারেটর), সহ-সাধারণ সম্পাদক মো. রাসেল মিয়া (ল্যাব সহকারী), মো. নফিস মিয়া (ল্যাব সহকারী) ও মো জুয়েল মিয়া (উচ্চমান সহকারী)।

এ ছাড়াও কোষাধ্যক্ষ পদে আরিফ মিয়া (অফিস সহকারী), মো. সাদিকুর রহমান (ল্যাব সহকারী), সাংগঠনিক সম্পাদক পদে মো. শামীম আহমেদ সুমন (অফিস সহকারী), ক্রীড়া সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম (সিনিয়র লাইব্রেরী সহকারী), শিক্ষা, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মোখলেছুর রহমান (ল্যাব সহকারী), সমাজসেবা সম্পাদক পদে মো. আব্দুর রহিম (সিনিয়র রক্ষণাবেক্ষণ সহকারী), তথ্য ও প্রচার সম্পাদক পদে মো. আবু ইউসুফ (উচ্চমান সহকারী), দফতর সম্পাক পদে মো কুতুব উদ্দীন (সিনিয়র নার্সিং সহকারী) ও মো. আজাদ মিয়া (অফিস সহকারী) নির্বাচন করছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে মো হুমায়ন কবীর (ক্যাটালগার) ও মো জায়েদ আহমেদ (উচ্চমান সহকারী) নির্বাচন করছেন।

এ দিকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাংগঠনিক সম্পাদক পদে মো. শামীম আহমেদ সুমন (অফিস সহকারী), ক্রীড়া সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম (সিনিয়র লাইব্রেরি সহকারী), শিক্ষা, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মোখলেছুর রহমান (ল্যাব সহকারী), সমাজসেবা সম্পাদক পদে মো. আব্দুর রহিম (সিনিয়র রক্ষণাবেক্ষণ সহকারী), তথ্য ও প্রচার সম্পাদক পদে মো. আবু ইউসুফ (উচ্চমান সহকারী) ও নির্বাহী সদস্য পদে মো হুমায়ুন কবীর (ক্যাটালগার), মো জায়েদ আহমেদ (উচ্চমান সহকারী) নির্বাচিত হয়েছেন।

Bootstrap Image Preview