Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লা জব্দ

সিলেট প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ০৫:০৮ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ০৫:০৮ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে এক বিশেষ অভিযানে বিনা শুল্কে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৮২ বস্তা কয়লা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৩০ জানুয়ারি) সকালে এ কয়লা জব্দ করা হয়। 

ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম জানান, জেলার তাহিরপুরের টেকেরঘাট সীমান্তের মেইন পিলার ১১৯৮ এর জিরো লাইন দিয়ে একটি চোরাকারবারি চক্র সীমান্তের ওপার থেকে বিনাশুল্কে চোরাই পথে ভারত থেকে নিয়ে আসা ৮২ বস্তা কয়লার একটি চালান বিজিবির টহল দল জব্দ করেছে।

বিজিবির তাহিরপুরের টেকেরঘাট ও বালিয়াঘাট বিওপির বিজিবি সদস্যদের যৌথ নেতৃত্বে বুধবার সকালে মেইন পিলার ১১৯৮ এর স্কুলের ছড়ার ভেতর থেকে ভারতীয় চোরাই কয়লার ওই চালানটি জব্দ করেছে।

বুধবার বিকেলে জব্দকৃত কয়লা সুনামগঞ্জ কাষ্টমসে জমা দেয়া হয়েছে বলেন নিশ্চিত করেন, বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক।

প্রসঙ্গত, সীমান্তের ওই জিরো লাইনে স্থানীয় একটি চোরাচালানী চক্র ওপার থেকে প্রায় দুই থেকে আড়াই হাজার বস্তা ভারতীয় কয়লা এনে জড়ো করেছে এপারে নিয়ে আসার জন্য। স্থানীয় লোকজন বিষয়টি ব্যাটালিয়ন অধিনায়ককে অবহিত করলে মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাত থেকে অধিনায়কের নির্দেশে বিজিবির টেকেরঘাট ও বালিয়াঘাট বিওপির সদস্যরা যৌথ টহল জোরদার করে ওই সীমান্ত এলাকায়।   
 

Bootstrap Image Preview