Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লুঙ্গি পড়ে মিছিল করেছিলেন সৈয়দ আশরাফ: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ০৫:০৬ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ০৫:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদ্য প্রয়াত সদস্য ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সৃতিচারণ করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন নির্লোভ ব্যক্তি। তিনি লুঙ্গি পড়ে ময়মনসিংহে আওয়ামী লীগের মিছিল করেছে।

আজ বুধবার একাদশ জাতীয় সংসদে বক্তৃতায় তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, সৈয়দ আশরাফ কোন বিষয়ে আপোষ করতেন না তিনি রাজনৈতিকভাবে খুব কৌশলী ছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাজনীতি করা খুব কঠিন ছিল সেই সময়ে আমাদের সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি তখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি আরও বলেন, নেত্রী যখন জেলে ছিলেন সেসময় সৈয়দ আশরাফ অত্যন্ত নিষ্ঠার সাথে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। সুষ্ঠু নির্বাচন হয়েছিল এবং তারপর থেকেই আওয়ামী লীগ ক্ষমতায় আসে।

‘সৈয়দ আশরাফের মধ্যে কোন লোভ লালসা ছিল না ছিল না। সৈয়দ আশরাফের পরিবারের সকলে আমাদের পরমাত্মীয়’ যোগ করেন আওয়ামী লীগের এ নেতা।

প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশন শুরুর দিন রাষ্ট্রপতি সংসদে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন। পরে রাষ্ট্রপতির ওই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব জানাতে সাধারণ আলোচনা হয়।

তবে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মারা যাওয়ায় সংসদে শোক প্রস্তাব আনা হবে। এরপর তার স্মরণে আলোচনা হবে।

রাষ্ট্রপতির ভাষণ উপলক্ষে প্রধান বিচারপতি ছাড়াও দেশের বিশিষ্ট ব্যক্তিরা সংসদে যান। এজন্য সংসদে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

সংসদের প্রথম অধিবেশনে সংবিধানের অনুচ্ছেদ-৭৪ অনুযায়ী নতুন সংসদের প্রথম বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হয়। এ জন্য কমপক্ষে এক ঘণ্টা আগে নোটিশ দিতে হয়। একজন প্রস্তাবক, একজন সমর্থক ও প্রার্থীর সম্মতি লাগে।

Bootstrap Image Preview