Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৪ হাজার ২৮০ কোটি টাকা ব্যয়ে প্রাণিসম্পদ ও ডেইরি-উন্নয়ন প্রকল্পের কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ০৩:৫৯ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ০৩:৫৯ PM

bdmorning Image Preview


৪ হাজার ২৮০ কোটি ৩৬ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে “প্রাণিসম্পদ ও ডেইরি-উন্নয়ন প্রকল্প” বাস্তবায়নের কাজ শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিশ্বব্যাংকের অর্থায়নে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় 'প্রাণিসম্পদ ও ডেইরি-উন্নয়ন' (The Livestock and Dairy Development Project-LDDP) শীর্ষক প্রকল্পটিতে ৪ হাজার ২৮০ কোটি ৩৬ লাখ ৪৮ হাজার টাকা ব্যয় হবে। চলতি বছরের জানুয়ারি থেকে শুরু হয়ে ২০২৩ সালের ডিসেম্বর মাসে শেষ হবে। এরমধ্যে বিশ্বব্যাংকের সহায়তা হচ্ছে ৩ হাজার ৮৮৫ কোটি ৭৩ লক্ষাধিক টাকা।

প্রকল্পের উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে- productivity improvement, market participation, resilience of small-holder farmers, agro-entrepreneurs operating in selected livestock systems and value chains in target areas. প্রকল্পটির কার্যক্রম চলছে পার্বত্য ৩টি জেলা ব্যতীত দেশের ৮ বিভাগের ৬১টি জেলার সকল উপজেলা, সিটিকর্পোরেশন ও পৌরসভায়।   

প্রকল্পের মূলকার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- প্রাণিসম্পখাতের উৎপাদশীলতাবৃদ্ধি এবং উদ্ভাবন, উৎপাদক-গ্রুপপ্রতিষ্ঠা, জলবায়ুর স্মার্ট-উৎপাদনকৌশলের উন্নয়ন, মার্কেট-লিংকেজ এবং ভ্যালুচেইনের উন্নয়ন, মার্কেট-লিংকেজ এবং ভ্যালুচেইনের উন্নয়নে বিনিয়োগ, প্রাণিসম্পদউন্নয়নে বাস্তবসম্মত জলবায়ুসহিষ্ণু সরকারি অবকাঠামোর উন্নয়ন, ভোক্তাসচেতনতা এবং পুষ্টিনিশ্চিতকরণ, প্রাণিসম্পদের উৎপাদনব্যবস্থায় ঝুঁকিব্যবস্থাপনা ও খাপ-খাওয়ানোর কৌশলের উন্নতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং জ্ঞানচর্চার প্ল্যাটফর্মপ্রতিষ্ঠা,খাদ্যনিরাপত্তা এবং গুণগতমান নিশ্চিতকরণ, প্রাণিসম্পদের বীমাব্যবস্থা চালুকরণ, জরুরি অবস্থার মোকাবেলা এবং প্রকল্পব্যবস্থাপনা, পরিবীক্ষণ ও মূল্যায়ন।

২৭ জানুয়ারি বিশ্বব্যাংকের ৭-সদস্যের একটি প্রতিনিধিদল প্রকল্পটি বাস্তবায়নের জন্য The Livestock and Dairy Development Project-LDDP এর অবস্থা এবং চ্যালেঞ্জসহ The Climate Smart Invesment Plan-CSIP ও Maximum Finance for Development-MFD বিষয়ে আলোচনা ও মতবিনিময়ের জন্য মন্ত্রণালয়ের সাথে একসভায় মিলিত হন। মৎস্য ও পাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর সভাপতিত্বে উক্ত সভায় যোগ দেন বিশ্বব্যাংকের ৭-সদস্যের প্রতিনিধি Agriculture Global Practice বিভাগের Director ও Manager যথাক্রমে Martien Van Nieuwkoop ও Loraine, Senior Livestock Specialist Manievel Sene ও Pierre Gerver, Agriculture Economist Samina Yasmin ও Mansur Ahmed এবং Climate Change Specialist Sondhya Srinivasan. মন্ত্রণালয়ের পক্ষে উপস্থিত ছিলেন সচিব রইছুল আলম মণ্ডলসহ উর্ধ্বতন অফিসারগণ, প্রাণিসম্পদ ও মৎস্য অধিদফতরের ডিজি, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ডিজি, LDDP প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড গোলাম রব্বানী প্রমুখ।    

প্রতিমন্ত্রী বিশ্বব্যাংকের প্রতিনিধিদের আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠির ভাগ্যোন্নয়নের জন্য প্রণীত এই প্রকল্প-বাস্তবায়নে আমাদের মন্ত্রণালয় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে এবং যথাসময়েই এর মেয়াদ শেষ করবে। বিশ্বব্যাংকের প্রতিনিধিরাও প্রকল্প বাস্তবায়নে তাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান।

Bootstrap Image Preview