Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দ্বিতীয়বারের মত প্রথম স্থান অর্জন করলো সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্স

আবু জাফর সিদ্দিকী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ০৯:০৫ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ০৯:২৫ PM

bdmorning Image Preview


ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক রোগীদের টেলিমেডিসিন সেবা দেয়ায় বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বারের মত প্রথম স্থান অর্জন করেছে নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

এসময় তিনি বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে স্বাস্থ্য অধিদফতরের টেলিমেডিসিন বিভাগের সহকারী পরিচালক ডা. আঃ ছালাম ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে প্রথম স্থান অর্জন করার কথা তাদের অবহিত করেছেন।

তিনি আরো জানান, স্থানীয় সাংসদ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মহোদয়ের প্রচেষ্টায় বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা উন্নতমানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে বিগত ২০১৬ সালের মে মাস থেকে টেলিমেডিসিন সেবা কার্যক্রম চালু হয়।

এ কার্যক্রমের শুরু থেকেই সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়। যার ফলে সেবার মান বেড়েছে। মূলত প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীরা বিশেষ করে গ্রামের দরিদ্র পরিবারের সামর্থ্য নেই, যারা ভালো ডাক্তার দেখাতে পারেন না, তারাই মূলত এ সেবা গ্রহণ করছেন।

উল্লেখ্য, সরকারি ছুটি ছাড়া প্রত্যেকদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টেলিমেডিসিন সেবা দেয়া হয়। শুরু থেকে এখন পর্যন্ত এই উপজেলার প্রায় ২ হাজার রোগী বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেয়েছেন।

এছাড়াও অন্য স্বাস্থ্য কমপ্লেক্সের ১৯৭৩ জন রোগীকে এই সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টেলিমেডিসিন সেবা দেয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে উপজেলার ৩৭৪ জনকে সেবা দেয়া হয়েছে।

গত বছরও দেশের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী দেখায় প্রথম স্থান অর্জন করেছিলো সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি।  

Bootstrap Image Preview