Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গা ক্যাম্পে চাকরিতে অগ্রাধিকার পাবে স্থানীয়রা

সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ০৮:৩২ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ০৮:৩২ PM

bdmorning Image Preview


কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার দেয়ার দাবি মেনে নিয়েছে সংশ্লিষ্ট এনজিওরা। এনজিওতে স্থানীয় বেকারদের চাকরি সুযোগ করে দিতে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসকের সমন্বয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। একই সাথে এনজিওতে স্থানীয়দের ছাঁটাই না করে প্রয়োজনে বিকল্প কর্মসংস্থানের দাবিতেও একমত হয়েছে এনজিওরা।

মঙ্গলবার (২৯ জানুয়ারী) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এনজিওদের সাথে জেলা প্রশাসকের সমন্বয় সভায় এনজিওরা স্থানীয়দের চাকরির দাবি মেনে নেয়ার কথা জানান।

জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন স্থানীয়দের দাবি মেনে নেয়ার কথা নিশ্চিত করেন। 

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে এনজিওতে স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার দেয়ার দাবিতে কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলো স্থানীয়রা। ধারাবাহিক আন্দোলনের ফলে চাপের মুখে এনজিওরা চাকরির ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দেয়ার দাবি মেনে নেয়।

চাকরির দাবিতে মঙ্গলবারও কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে স্থানীয়রা। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এনজিওদের নিয়ে বিশেষ সমন্বয় সভা ডাকে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। এ সময় জেলা প্রশাসক চাকরির জন্য স্থানীয়দের দাবি ও সরকারের নির্দেশনার কথা এনজিওদের জানান তিনি।

সভায় উপস্থিত এনজিও কর্মকর্তারা স্থানীয়দের চাকরির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার দাবি মেনে নেয়। আগামী এক সাপ্তাহের মধ্যে স্থানীয় বেকার যুবকদের চাকরির জন্য অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের এনজিওদের সাথে সমন্বয় করার নির্দেশ দেয়।

কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানিয়েছেন, চাকরির জন্য স্থানীয়দের যৌক্তিক দাবি এনজিওরা মেনে নিয়েছেন। স্থানীয় যে সকল বেকার যুবক চাকরির আবেদন করেছেন, যোগ্যতার ভিত্তিতে তাদের দ্রুত চাকরি দেয়া হবে।

এছাড়াও স্থানীয়দের চাকরি থেকে ছাঁটাই না করার দাবিও এনজিওরা মেনে নিয়েছে। কোন এনজিওর প্রকল্পের মেয়াদ শেষ হলে স্থানীয়দের পরবর্তি প্রকল্পে কর্মসংস্থান করার দাবিতেও এনজিওরা একমত পোষন করেছেন। এছাড়াও স্থানীয়দের অন্যান্য দাবিও আলোচনার ভিত্তিতে পর্যায়ক্রমে পূরণ করা হবে। 

এ ব্যাপারে এনজিওতে স্থানীয়দের চাকরির দাবিতে আন্দোলনের নেতৃত্ব দেয়া ইমরুল কায়েস চৌধুরী বলেছেন, স্থানীয়দের চাকরির দাবি মেনে নেয়া এটি আন্দোলনের প্রাথমিক বিজয়। তিনি এটির কার্যকারিতা দেখতে চান এবং ধারাবাহিকভাবে এনজিও'কে স্থানীয়দের সকল দাবি মেনে নেয়ার অনুরোধ করেন।  

Bootstrap Image Preview