Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মন্ত্রীর এপিএস পরিচয়ে ডিসিকে ফোন, অতঃপর...

আবু জাফর সিদ্দিকী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ০৮:২০ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ০৮:২০ PM

bdmorning Image Preview


নাটোরের সিংড়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকারের বিরুদ্ধে দুর্নীতিসহ মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে জেলা প্রশাসককে (ডিসি) সাইফুল ইসলাম নামে এক প্রতারকের ফোন।  

সোমবার (২৮ জানুয়ারি) রাতে ওই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নামে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে নাটোরের ডিসি শাহরিয়াজকে ফোন কল দেন সাইফুল ইসলাম নামের ওই প্রতারক। পরে ডিসি বিষয়টি সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোকে অবগত করেন।   

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতারক সাইফুল সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি কর্মকর্তাকে ফোনে হুমকি, বদলি, দুর্নীতির অভিযোগ এনে চাঁদা আদায়সহ এ ধরনের প্রতারণা করে আসছে। এ ব্যাপারে ওই প্রতারকের নাম্বারে ফোন করেও তাকে পাওয়া যায়নি।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো জানান, সাইফুল ইসলাম নামে এক প্রতারক (০১৭১৯-৮৭৯৬৩৬ নম্বর) থেকে সোমবার সন্ধ্যায় ডিসি মহোদয়কে ফোন দিয়ে নিজেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সহকারী (এপিএস) পরিচয় দিয়ে সিংড়ার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করে এবং মুঠোফোনে বার্তা পাঠিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চীফ এ্যাড ড. ইকবাল নামে একজনের মোবাইল নম্বর (০১৮৮৭-৮৭৫২৮৭) দিয়ে তার সাথে কথা বলে দ্রুত বিষয়টি মিটিয়ে নিতে বলেন।

পরে অনুসন্ধানে বেরিয়ে আসে দু'টি নম্বরই প্রতারক সাইফুল ইসলামের। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ডিসি মহোদয়কে অবহিত করা হয়েছে।   

Bootstrap Image Preview