Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জ সীমান্তে ৩০ বোতল ভারতীয় মদসহ আটক ১ 

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ০৭:০০ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ০৭:০০ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ২৮- বর্ডার গার্ড ব্যাটালিয়ন (সুনামগঞ্জ) বিজিবির টহল দল চোরাই মোটরসাইকেল ও ৩০ বোতল ভারতীয় মদের চালানসহ আল মামুন নামে এক মাদক চোরাচালানকারীকে আটক করেছে।  

সোমবার (২৮ জানুয়ারি) রাতে তাহিরপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। সে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ (উওর) ইউনিয়নের লম্বাবাক গ্রামের সাদেক আলীর ছেলে।

বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম জানান, তাহিরপুরের লাউড়েরগড় বিওপির টহল দল সোমবার রাতে সীমান্তের সাহিদাবাদ এলাকা থেকে মামুনকে ভারতীয় মদের চালানসহ আটক করে। আটকের পর তার কাছ থেকে ৩০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ ও একটি প্লাটিনা ব্র্যান্ডের চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্রী নন্দন কান্তি ধর বলেন, এই ঘটনায় থানায় বিজিবি মামলা দায়ের করার পর মঙ্গলবার (২৯ জানুয়ারি) আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।  

Bootstrap Image Preview