Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাশকতা উসকে দেয়ায় মানবাধিকার কর্মীকে ৫ বছরের কারাদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ০৪:৪৫ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ০৪:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চীনে মানবাধিকার নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে ওয়েবসাইট প্রতিষ্ঠা করা এক ব্যক্তিকে নাশকতা উসকে দেয়ার অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

তৃণমূল পর্যায় থেকে মানবাধিকার তৎপরতা বন্ধ করে দিতেই এ রায় বলে অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলো।

ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে যে কোনো তৎপরতার গলা টিপে ধরতে অভিযানের দেখভাল করে আসছেন প্রেসিডেন্ট শি জিনপিং। ২০১২ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

এমএসগুয়াঞ্চা ডটকম নামে ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা লিও ফেইউ। এ পোর্টালে সরকারের দুর্নীতি, পুলিশি নির্যাতন ও মানবাধিকার নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হতো। ২০১৬ সালের শেষ দিকে তাকে আটক করা হয়।

রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। ইন্টারমিডিয়েট পিপলস কোর্টে তাকে পাঁচ বছরের দণ্ড ও তার সম্পদ থেকে ১০ হাজার ইউয়ান জব্দ করার রায় দেয়।

লিওর মা ৭৬ বছর বয়সী ডিং কুইহুয়া বলেন, কী ঘটছে, তা আমি সত্যিকার অর্থে বুঝতে পারছি না। আমি তার সম্পর্কে যতটা জানি, ওয়েবসাইটে সে সামাজিক ও বৈষম্য নিয়ে লেখালেখি করত।

তার বিরুদ্ধে সাজা অপ্রত্যাশিতভাবে বেশি হয়ে গেছে বলেও জানান তিনি। মানবাধিকার নিয়ে সমালোচনা প্রত্যাখ্যান করে চীন জানিয়েছে, দেশে আইনের শাসন চলছে। আইন লঙ্ঘন করায় তাকে সাজা দেয়া হয়েছে।

Bootstrap Image Preview