Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নবীন শিক্ষার্থীদের বরণ করলো রাবি সাংবাদিক সমিতি

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ১২:৪৬ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ১২:৪৬ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাবি সাংবাদিক সমিতি (রাবিসাস)।

সোমবার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় রাবিসাসের কার্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুলাহ আল মামুন ও একই বিভাগের সহকারী অধ্যাপক ও রাবিসাসের সাবেক সাধারণ সম্পাদক মামুন আব্দুল কাইয়ূম প্রমুখ।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘স্কুল-কলেজে তোমরা পিতা-মাতার দিক-নির্দেশনা অনুসারে পড়াশুনা করেছ। কিন্তু এখানে তোমরা স্বাধীন। এ স্বাধীনতাকে উপভোগ করতে হবে। এখানে ভাল-মন্দ দুটি পথই তোমাদের জন্য খোলা রয়েছে। সেজন্য তোমাদেরকে  খারাপ জিনিসকে বর্জন করে ভালো জিনিসকে বেছে নিতে হবে। এতে করে জীবনে সফলতা আসবে। আর তা যদি করতে না পার তাহলে কল্যাণকর কিছু করতে পারবে না।’

সাংবাদিকতা করা প্রসঙ্গে প্রক্টর বলেন, ‘সাংবাদিকরা জাতির বিবেক। এ পেশায় সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করতে হবে। এজন্য যারা সাংবাদিকতা করবে তাদের বস্তুনিষ্ঠতা বজায় রেখে সাংবাদিকতা করতে হবে। সাংবাদিকতায় সত্যকে সত্য হিসেবে আর মিথ্যাকে মিথ্যা হিসেবেই প্রকাশ করতে হবে। অন্যথায় জাতি ভুল পথে ধাবিত হবে।’ 

অনুষ্ঠানে প্রভাষ কুমার কর্মকার বলেন, ‘সাংবাদিকতা একটি মহৎ পেশা। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে  দেশ ও জাতির কল্যাণ সম্ভব। সেজন্য সবাইকে সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে সবার সামনে সংবাদ তুলে ধরতে হবে। এছাড়া সাংবাদিকতা চর্চার সুন্দর একটি প্ল্যাটফর্ম হচ্ছে ক্যাম্পাস সাংবাদিকতা।’

সহযোগী অধ্যাপক আব্দুলাহ আল মামুন বলেন, ‘সাংবাদিকতা করতে হবে বস্তুনিষ্ঠতার সাথে এর সাথে থাকবে যথার্থতা, নির্ভুলতা ও সততা। দেশ পরিচালনা করার জন্য যেসকল কার্যক্রমে ভুল ত্রুটি থাকে তা সাংবাদিকতার দায়বদ্ধতা থেকে তুলে ধরতে হবে। ভুল কোন সংবাদ দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করা যাবে না। দেশের কল্যাণে সাংবাদিকদের মেধা, বুদ্ধি ও বিবেককে কাজে লাগিয়ে সাংবাদ প্রকাশ করতে হবে। ফলে দেশ ও জাতি সমৃদ্ধ হবে।’

সহকারী অধ্যাপক মামুন আব্দুল কাইয়ুম বলেন ‘সাংবাদিকতা হল রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। যারা ভবিষ্যতে  সাংবাদিকতায় আগ্রহী থাকে তাদের জন্য এই ক্যাম্পাস সাংবাদিকতা চর্চা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকতা করার ক্ষেত্রে সবদিকে দক্ষতা অর্জন করতে হবে। এজন্য একাডেমিক পড়ার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনের করার মাধ্যমে দেশের আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞান অর্জন করার জন্য বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ভূমিকা গুরুত্বপূর্ণ।’

Bootstrap Image Preview