Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেয়েকে বাল্যবিবাহের দায়ে বাবার ৬ মাসের কারাদণ্ড

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিরধি।
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ১০:৫০ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ১০:৫০ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থীকে বাল্যবিবাহ দেয়ার অপরাধে সেই মেয়ের বাবাকে ৬ মাসের কারাদনণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরীর আদালতে তাকে এ কারাদণ্ড দিয়ে তার কর্মস্থল থেকে গ্রফতার করা হয়।

জানা গেছে, গত শনিবার (২৬ জানুয়ারি) ঝিনাইদহের ডাকবাংলা এলাকার উত্তর নারায়ণপুর মডেল দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী মোছাঃ সোনালী খাতুন (১৪) এর সাথে কুমিল্লা নিবাসী আজিজুল হকের (২০) বিবাহ সম্পন্ন হয়।

বিষয়টি জানার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সোনালী খাতুনের বাবা মুসলেম উদ্দিনকে তার মুদি দোকান থেকে গ্রেফতার করে। পরে বাল্য বিবাহ নিরোধ আইনের ২০১৭’র ৮ এর ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতে ছয় মাসের কারাদণ্ড প্রদাণ করেন।

Bootstrap Image Preview