Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গ্র্যাজুয়েটদের গ্রামে কাজের অনুরোধ: মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী

এমদাদুল হক, শেকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ১০:০১ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ১০:০১ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


শিকড়কে না ভুলে গিয়ে গ্রাজুয়েট হওয়ার পর গ্রামে কাজ করার অনুরোধ জানালেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের আয়োজনে নবীনবরণ ও ডীন’স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ অনুরোধ জানান। 

প্রতিমন্ত্রী আরও বলেন, আপনারা কিন্তু ঐ গ্রামের মানুষের টাকায় পড়াশোনা করেন, কাজেই তাদের কথা মাথায় রেখে বিশ্বমানের গবেষণা চালিয়ে যেতে হবে। তাছাড়া ইউনিয়ন পর্যায়ে মৎস্য ও ভেটেরিনারি কর্মকর্তাদের পদ সৃষ্টির উপরে গুরুত্ব দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ রইসউল আলম মন্ডল, প্রাণীসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ হীরেশ রঞ্জন ভৌমিক, এসিএই ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফরেজুল হক, বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য সেকেন্দার আলী, ট্রেজারার প্রফেসর ড. মোঃ অনোয়ারুল হক বেগ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী।

অনুষ্ঠানে শেকৃবি এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের বিভিন্ন বর্ষের ১৮ জন শিক্ষার্থীর হাতে ডিন অ্যাওয়ার্ড ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Bootstrap Image Preview