Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিশু ধর্ষণ মামলায় নৈশ প্রহরীর যাবজ্জীবন কারাদণ্ড

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি।।
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ০৯:৪৭ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ০৯:৪৭ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


বান্দরবানে ২য় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অংথুই প্রু নামের প্রাথমিক বিদ্যালয়ের এক কর্মচারীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে আদালত। 

সোমবার (২৮ জানুয়ারি) বান্দরবানের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ লা মং এই রায় প্রদান করেন।

অভিযুক্ত ওই কর্মচারী বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী ছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর বান্দরবান সদরের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেছিল ঐ বিদ্যালয়ের দপ্তরী অংথুই চিং। পরে সেই ছাত্রী বিষয়টি অভিভাবকদের কাছে জানালে তার পিতা বাদী হয়ে বান্দরবান সদর থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের প্রায় আড়াই বছর পর আজ  আদালত অভিযুক্ত ব্যক্তিকে সাজা প্রদান করেন।

Bootstrap Image Preview