Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাকসু নির্বাচনে ছাত্রদলের সহাবস্থান দাবি

শাহাবুদ্দীন ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ০৯:৩৯ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ০৯:৩৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহাবস্থানের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের সাথে সাক্ষাৎকালে তারা এ দাবি জানান।

ছাত্রদলের নেতারা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তাসহ রাকসু নির্বাচনে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করার দাবি জানান। পরে প্রক্টরের কাছে ছাত্রদলের গঠনতন্ত্র তুলে দেন নেতাকর্মীরা।

এসময় সময় উপস্থিত ছিলেন রাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ রাহী, সামসুদ্দীন চৌধুরী সানীন, রাশেদ আলী, প্রচার সম্পাদক মেহেদী হাসান, ছাত্রনেতা শরীফ হোসেন, তুষার আহম্মেদ, এস.এম.আল-আমিন, ও হিমেল আহম্মেদ প্রমুখ নেতাকর্মীরা।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীরা তাদের সংগঠনের গঠণতন্ত্র জমা দিতে এসেছিল। নির্বাচনের তারিখ নির্ধারিত হলে পরে তাদের ডাকা হবে।’

এর আগে, গত ২২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ও নিবন্ধিত ছাত্র সংগঠনগুলোর কাছ থেকে গঠনতন্ত্র জমা চায় রাকসু সংলাপ কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লৎফর রহমান। ছাত্র সংগঠনগুলোর সাথে প্রাথমিক সংলাপের পর রাকসু নির্বাচন বিষয়ে  সিদ্ধান্ত নিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Bootstrap Image Preview