Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইবিতে ২ দিনব্যাপি আন্তর্জাতিক সম্মেলন শুরু   

আহসান নাঈম, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ০৭:১৪ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ০৭:১৪ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব শান্তি এবং সমতা, রিসালা-ই নূর পরিপ্রেক্ষিত’ শীর্ষক  ২ দিনব্যাপি আন্তর্জতিক সম্মেলন শুরু হয়েছে।

আজ সোমবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর সয়েন্স এন্ড কালচার (আই এফ এস সি) এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের যৌথ আয়োজনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

জানা যায়,  এ সম্মেলনে তুরস্ক, ভারত, জর্ডান, সৌদি আরব, ইরাক,আরব আমিরাত, দুবাই এবং মালয়েশিয়া থেকে প্রায় ২০ জন ইসলামী চিন্তাবিদ ও গবেষক অংশগ্রহন করেন।

সম্মেলনে ইংরেজী বিভাগের শিক্ষক সাজ্জাদ হোসেন জাহিদ ও আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষক ড. নাসির উদ্দীন আল আযহারীর সঞ্চালনায় এবং ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসি’র চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে কতিপয় লোকজন সমাজে ইসলামকে ভুলভাবে উপস্থাপন করছে। যেখানে ইসলামসহ কোনো ধর্মই মানুষকে সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, দাঙ্গা, বর্বরতা এবং দুর্নীতি শিক্ষা দেয় না। ধর্ম সম্পর্কে মানুষের যথাযথ জ্ঞানের অভাবের কারণে এসব ঘৃণ্য কাজে জড়িয়ে পড়ছে।

তিনি আরো বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অভ্যন্তরীণ কোন্দলে খ্রিষ্টান ধর্মের লোকজন একে অপরকে হত্যা করেছিল। বর্তমান সময়ে মুসলিম বিশ্বের প্রতিটি দেশেই অভ্যন্তরীণ কোন্দলে এক অপরকে হত্যা করছে। এমনকি মুসলিম বিশ্বে একে অপরের সাথে ভাতৃত্বের বন্ধনকে ভুলে গিয়ে শত্রুতে পরিণত হচ্ছে। মুসলিম বিশ্ব আজ পিছিয়ে আছে তিনটি কারণে। কারণ গুলো হলো অবজ্ঞা, সম্পদ, অন্তঃকোন্দল।

সম্মেলনে মুল আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন তুরষ্কের উসকুদার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আলফাসালান এসিকজিনস। এসময় তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ নই তাই আমরা বুঝতে পারি আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি এ সম্মেলন থেকে একটা সংবাদ দিতে চাই, তা শুধু মুসলিমদের জন্য নয় অমুসলিমদের জন্যেও বলছি। আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ-বিগ্রহ করার জন্য ঐক্য হচ্ছিনা। আমরা ঐক্য হতে চাই কারণ ঐক্য নিজেদেরকে শিক্ষিত করতে সাহায্য করবে এবং শিল্প কারখানা উন্নত করতে সহায়ক হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামিম হোহাম্মদ আফজাল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান। সম্মেলনে ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. আ ফ ম আকবর হোসাইন স্বাগত বক্তব্য রাখেন।

এদিকে বেলা দেড়টার দিকে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর সায়েন্স অ্যান্ড কালচারের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী ওবং ইস্তাম্বুল ফাউন্ডেশনের পক্ষ থেকে উস্তাজ ইহসান কাসিম সালেহী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

উল্লেখ্য সম্মেলনে ৭১ টি ইসলামী প্রবন্ধ উপস্থাপন করা হয়। মঙ্গলবার দু’দিন ব্যাপি এ সেমিনারের সমাপ্তি ঘটবে।

Bootstrap Image Preview