Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবি শিক্ষার্থীর বাবাকে বাঁচাতে শিল্পকর্ম বিক্রি

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ০২:৪৫ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ০২:৫০ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চারুকলা অনুষদের মাস্টার্সের শিক্ষার্থী সানজিদা আফরোজের বাবার উন্নত চিকিৎসার জন্য ওপেন চিত্রকর্ম বিক্রি ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে চারুকলা অনুষদের প্রবীণ ও নবীদের সংগঠন ‘শিল্পযাত্রা’ এ প্রদর্শনীর আয়োজন করে।

‘মানুষ মানুষের জন্য’ শিরোনামে এ চিত্রকর্ম বিক্রি ও প্রদর্শনী চলবে আজ বিকেল ৫টা পর্যন্ত। চিত্রকর্ম প্রদর্শনীতে ছিলো ‘একজন বাবাকে বাঁচাতে এগিয়ে আসুন, জীবন বাঁচাতে ছবি কিনুন’।

সানজিদা বলেন, “আমার পিতা শামসুদ্দোহা সরকার হার্টের পেসমেকার করার জন্য বর্তমানে ভারতের হরিয়ানা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর উন্নত চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন। এজন্য আমাদের সহপাঠীদের আঁকা ছবি বিক্রি করার উদ্দেশ্যে এ প্রদর্শনীর আয়োজন করেছে।”

প্রদর্শনীতে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী শারমিন খান বাঁধন বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের আঁকা ছবিগুলো সীমিত মূল্যে বিক্রয় করে, অর্জিত অর্থ দ্বারা একজন বাবাকে বাঁচাতে চাই। এ জন্য আমাদের এই আয়োজন। আমাদের সাথে আছেন রাজশাহীর ব্যান্ড ‘স্বরব্যাঞ্জো। 

Bootstrap Image Preview