Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে পুলিশ সেবা সপ্তাহের র‌্যালি

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ০১:৩০ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ০১:৩০ PM

bdmorning Image Preview


‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহন করুন’-এ শ্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকাল ১১ টার দিকে ধুনট থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ করে। উক্ত র‌্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম, ধুনট উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি গোলাম সোবাহান, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীন নাহার, মুক্তিযোদ্ধা আবু ওয়াহাব, সাবেদ আলী, কাউন্সিলর ফরিদ উদ্দিন, ধুনট পৌরসভার কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক, কালেরপাড়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি জুলফিকার আলী, গোপালনগর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি  আব্দুল করিম, গোসাইবাড়ি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি জহুরুল ইসলাম, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুলতান মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ স্বপন, ধুনট থানার এআই শাহীনুর রহমান, সুলতান মাহমুদ, শফিকুল ইসলাম, মোন্তাজ আলী, এএসআই শাহানুর রহমান, আব্দুল জাব্বার ও রোজিনা খাতুন প্রমুখ।

Bootstrap Image Preview