Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফিলিপাইনের গির্জায় হামলার দায় স্বীকার করল আইএস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ১১:৪৯ AM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ১১:৪৯ AM

bdmorning Image Preview


ফিলিপাইনের গির্জায় বিস্ফোরণ ঘটনার দায় স্বীকার করল আইএস জঙ্গিরা। গতকাল রবিবার রাতে এই জঙ্গি সংগঠনটি বিস্ফোরমের দায় স্বীকার করেছে। তাদের এই দায় স্বীকার করে নেওয়ার আন্তর্জাতিক মহলে রীতিমতো হইচই পড়ে গেছে। বেশ কিছুদিন চুপ থাকার পর ফের আইএস জঙ্গিরা সক্রিয় হয়ে ওঠায় নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসনও।

রবিবার এশিয়ার মাটিতে সাম্প্রতিক সময়ে সব থেকে বড় নাশকতার সাক্ষী থাকে ফিলিপাইন। দেশটির দক্ষিণাঞ্চলের জুলু দ্বীপের রোমান ক্যাথলিক ক্যাথিড্রালে পরপর বিস্ফোরণ ঘটে। এর জেরে প্রার্থনায় উপস্থিত অনেকের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ২১ জনের মৃত্যুর সংবাদ পাওয়া যায়। আহত হয় আরও ৫০ জন। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণে পরেই এই ঘটনাটি প্রাথমিকভাবে সন্দেহের তির ছিল জঙ্গি গোষ্ঠী আবু সায়াফের দিকেই।  কারণ তারাই এই দ্বীপ রাষ্ট্রে নিজেদের ঘাঁটি তৈরি করেছে। সংগঠনটি ইসলামিক স্টেটের হয়েই নাশকতা ঘটায়। তাই এদিনের বিস্ফোরণে আইএস পরিকল্পিত বলেই মনে করা হয়। আর রাতেই ঘটনার সকল দায় নেয় আইএস জঙ্গিরা।

প্রসঙ্গত, ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে রয়েছে আবু সায়াফ জঙ্গিদের ঘাঁটি। সেখান থেকে তাদের সম্পূর্ণ উচ্ছেদ করতে সরকার লাগাতার চেষ্টা করছে। হয়েছে সেনা অভিযানও। জোলো দ্বীপের গির্জায় হামলার ঘটনা ঘটেছে সেই দ্বীপটি দীর্ঘদিন ধরেই আবু সায়াফসহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর শক্ত ঘাঁটি। 

Bootstrap Image Preview