Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ মাদুরোর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ১১:১৩ AM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ১১:১৩ AM

bdmorning Image Preview


ভেনেজুয়েলায় চলমান রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হচ্ছে। বেশ কয়েকটি সামরিক ঘাঁটি পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। 

রবিবার (২৭ জানুয়ারি) ভেনেজুয়েলার বিভিন্ন সামরিক ঘাঁটি পরিদর্শন করেন নিকোলাস মাদুরো। এ সময় সামরিক মহড়ার প্রস্তুতি পর্যবেক্ষণ করেন তিনি। 

সেনাদের উদ্দেশে মাদুরো বলেছেন, আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক মহড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা।

এ সময় তিনি সামরিক বাহিনীর ব্যবহৃত রুশ হার্ডওয়্যার, এন্টি এয়ারক্রাফট ফ্ল্যাক, ট্যাংকসহ নানা সামরিক শক্তি পর্যবেক্ষণ করেন।

এদিকে, মার্কিন মদদপুষ্ট বিরোধী নেতা জুয়ান গুইদো সামরিক বাহিনীর সদস্যদের তার সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।  

Bootstrap Image Preview