Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাকসু নির্বাচনের বিষয়ে প্রগতিশীল ছাত্রজোটের স্মারকলিপি

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ১১:০২ AM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ১১:০৩ AM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্র সংগঠনসমূহের মূল রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে প্রগতিশীল ছাত্রজোট বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে।

রবিবার (২৭ জানুয়ারি) দুপুরে প্রশাসনের পক্ষ থেকে রাকসু সংলাপ কমিটির আহ্বায়ক ও  বিশ্ববিদ্যলয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এই স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপিতে বলা হয়, প্রগতিশীল ছাত্র জোট মনে করে ছাত্র সংগঠনগুলো মূলত এক একটি গণসংগঠন এবং গণসংগঠনগুলোর একটি নির্দিষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, লক্ষ্য ও উদ্দেশ্য থাকে কিন্তু কোনো রাজনৈতিক সংগঠনের অঙ্গ সংগঠন হিসেবে কোনো গণসংগঠন অবস্থান করে না। রাকসুর গঠনতন্ত্রে ও ছাত্র সংগঠনের মূল রাজনৈতিক দলের নিবন্ধনের প্রসঙ্গ উল্লেখ নেই। তাছাড়া রাকসু নির্বাচন একটি স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয় এবং জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে এর কোনো সামঞ্জস্য নেই। গণপ্রতিনিধিত্ব আদেশে রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালা অনুযায়ী (৯০বি) নিবন্ধন শর্তে ছাত্র, শিক্ষক ও পেশাজীবীদের নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলের কোনো অঙ্গ ও সহযোগী সংগঠন থাকতে পারবে না। ফলত সংলাপ কমিটির বিজ্ঞপ্তিটি জাতীয় নির্বাচন কমিশন ও রাকসুর গঠনতন্ত্রের পরিপন্থি।

সুষ্ঠুভাবে রাকসু নির্বাচন নিশ্চিত করতে স্মারকলিপিতে চারটি প্রস্তাবনার কথা উল্লেখ করা হয়। প্রস্তাবনাগুলো হলো- সংলাপ কমিটি কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অবিলম্বে সংশোধন করতে হবে, ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের উপস্থিতি নিশ্চিত করে পরিবেশ পরিষদ গঠন করতে হবে, আবাসিক হলগুলো দখলদারিত্ব মুক্ত করতে হবে, অবিলম্বে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে।

সময় উপস্থিত ছিলেন, প্রগতিশীল ছাত্র জোটের সম্বন্বয়ক মহব্বত হোসেন মিলন, রাবি শাখার বাংলদেশ ছাত্র ইউনিয়ন সভাপতি এ এম শাকিল হোসেন, বিপ্ললী ছাত্র মৈত্রী সভাপতি ফিদেল মনির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সদস্য রিদম শাহারিয়ার প্রমূখ। 

Bootstrap Image Preview