Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোম্পানীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ 

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ১০:২৫ AM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ১০:২৫ AM

bdmorning Image Preview


নোয়াখালীর কোম্পানীগঞ্জে সহস্রাধিক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার (২৭ জানুয়ারী) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ নির্বাহী সংসদের সহ-সভাপতি মোহাম্মদ নুরুল করিম জুয়েল উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করেন।

এসময় পরীক্ষা উপকরন স্বরুপ প্রত্যেক শিক্ষার্থীদের ফাইল, স্কেল, কলম, পরীক্ষা রুটিন বিতরণ করা হয়।

এবিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি সভাপতি সুলতান আহমদ চৌধুরী বাবুল বলেন, একজন ছাত্রনেতা, একজন সমাজসেবক হিসেবে কাজটি নিশ্চয়ই ভালো।

হাজারীহাট আলিম মাদ্রাসা অধ্যক্ষ মোহাম্মদ উল্যাহ বলেন, একজন ছাত্র নেতা হিসেবে ছাত্র-ছাত্রীদের মাঝে পরীক্ষা উপকরণ দেখে আমাদের খুবই ভালো লাগলো। আমরা চাই, প্রতিটি ছাত্র রাজনীতিবিদ শিক্ষা কল্যানে ভূমিকা রাখুক।

এসময় হাজারীহাট উচ্চ বিদ্যালয়,হাজারীহাট আলিম মাদরাসা, আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয়, আছিয়া ক্যারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়, চরপার্বতী এস.সি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ এধরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে নুরুল করিম জুয়েলের প্রশংসা করেন।

এদিকে নুরুল করিম জুয়েল বর্তমান সরকারের শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন সফল কার্যক্রম তুলে ধরে বলেন, সরকার শিক্ষার আলো সারা বাংলায় ছড়িয়ে দিতে বিনামূল্যে বই এবং উপবৃত্তিসহ নানা উদ্যোগ নিয়েছে। এছাড়া শিক্ষার আলোয় সারা বাংলা আলোকিত করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। পত্র পত্রিকা লক্ষ্য করলে দেখা যায় বিভিন্ন অঞ্চলে ছাত্রলীগ নেতা কর্মীরা স্ব উদ্যোগে পথ শিশুদের পড়াচ্ছেন। ঠিক তারই অংশ হিসেবে পরীক্ষার্থীদের মাঝে উৎসাহ দেওয়ার লক্ষ্যে আমি সহস্রাধিক শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করেছি।

এসময় পরীক্ষা উপকরণ হাতে পেয়ে পরীক্ষার্থীদের মাঝে অনেকটা আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।  

Bootstrap Image Preview