Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশিসহ বিদেশিদের ভ্রমণে লাগাম টানল সৌদি সরকার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ১০:৩৬ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ১০:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজকীয় সৌদি সরকারের অনুমোদিত ট্রাভেল এজেন্সির ওমরাহ যাত্রী ছাড়া অন্যরা সৌদি আরবের দর্শনীয় স্থান ভ্রমণ করতে পারবেন না। জেনারেল অথরিটি ফর ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ ইন দ্য কিংডম অব সাউদিয়া অ্যারাবিয়ার অনুমোদিত ট্রাভেল অপারেটরের মাধ্যমে যাওয়া ওমরাহ যাত্রীরাই কেবল এ সুযোগ পাবেন। রাজকীয় সৌদি সরকারের বরাত দিয়ে ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখা এ তথ্য জানিয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, চলতি বছর বাংলাদেশি ৩৩৫ এজেন্সিকে ওমরাহ কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে সরকার। তা সৌদি আরবের ট্রাভেল এজেন্সির সঙ্গে সমন্বয় করে যাত্রী পাঠাবে। এজেন্সিগুলোর মাধ্যমে এবার প্রায় দেড় লাখ বাংলাদেশি ওমরাহ পালনের সুযোগ পাবেন। তবে অনুমোদিত এসব এজেন্সির বাইরেও ওমরাহ ভিসা নিয়ে সৌদি যান অনেক বাংলাদেশি। এবার থেকে তারা ওমরাহ পালনের সুযোগ পেলেও দেশটির দর্শনীয় স্থান ভ্রমণ করতে পারবেন না।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব এম শাহাদাত হোসাইন তছলিম বলেন, প্রতিবছর প্রায় দেড় লাখ বাংলাদেশি ওমরাহ পালনের জন্য সৌদি আরব যান। এ ক্ষেত্রে অনুমোদিত ওমরাহ এজেন্সিগুলো সৌদি সরকারের ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ অথরিটির অনুমোদিত সে দেশের (স্থানীয়) ট্রাভেল এজেন্সির সঙ্গে কাজ করে। এর বাইরেও সৌদি দূতাবাস থেকে কিছু ওমরাহ ভিসা ইস্যু করা হয়। এ ছাড়া আমাদের মন্ত্রীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নোট ভারবাল নিয়ে যান, উনারাও ওমরাহ ভিসা পান।

Bootstrap Image Preview